টপিকঃ ওসমান নগরে একদিন
(অঅঅঅঅনেককক দিন পর প্রজন্ম ফোরামে কিছুদিন আগের ঘটনা নিয়ে........)
ওসমান সাহেব চিন্তিত অবস্থায় তার ঘরে পায়চারী করছিলেন এমন সময় কাজের ছেলেটি এসে বলল 'স্যার ROB(Rapid Osman Battalion) এর এক অফিসার আপনার সাথে দেখা করতে এসেছে।' 'ঠিক আছে বসতে বল আসছি।' ক্যামন যেন রাগ লাগছে লোকটার উপর। একটা কাজও যদি ঠিক মত করতে পারত! ওসমান সাহেব বসার ঘরের দিকে গেলেন। "স্লামুলিকুম স্যার" 'ওয়ালাইকুম। একটা কাজও ঠিক মত করতে পার না। তোমাকে কেন যে নূরগঞ্জে পোস্টিং দিয়ে এনেছিলাম?' "স্যার ভুল হয়ে গেছে ক্ষমা প্রার্থী"। 'হুহ তুমিতো ক্ষমা চেয়েই খালাশ টকশো গুলোকে তো আমাকেই সামাল দিতে হয়।' "স্যার কি করব বলেন? শীতলক্ষার পানি এতই দূষিত যে দড়ি দুইদিনেই পচে গেছে
তাই লাশ ভেসে উঠল। আমরা এইবার শিক্ষা নিয়েছি আগামীবার শিকল দিয়ে বেধে পানিতে ফেলব" 'হয়েছে আবার ন্যাকামি।' "স্যার আরও একটা সমস্যা আছে। আপনি আর আপনার লোকজন যেভাবে শীতলক্ষা দখল করছে তাতে সামনে তো আর গুম করা যাবে না।" ওসমান সাহেব চিন্তিত স্বরে বললেন 'আচ্ছা যাও আমি দেখছি'