Re: ছবির পিক্সেল সাইজ বনাম প্রিন্ট সাইজ
ছবিটাকে ফটোশপে ওপেন করে রেজ্যুলেশন ৩০০ / ৪০০ এবং পেপার সাইজ লিগ্যাল (১১x৮) সাইজ করে প্রিন্ট দিন। ১/৪ সাইজে এতবড় ইমেজের ছবির ডিটেইলস পাবেন বলে মনে হয় না। পেপার সাইজ আপনার যত বড় হবে ডিটেইল তত বেশি পাবেন।
ছবির রেজ্যুলেশন হিসেবে ছবিটার সাইজ আছে ৫৪x২৮ ইঞ্চি।
৩ ০৫-১১-২০১৪ ১৯:৩৮ সর্বশেষ সম্পাদনা করেছেন রেজওয়ানুর (০৫-১১-২০১৪ ১৯:৪৪)
Re: ছবির পিক্সেল সাইজ বনাম প্রিন্ট সাইজ
১। রেজুলেশন ৭২ পিপিআই এ প্রিন্ট করলে মোট জায়গা লাগবে প্রায় ৭০ইঞ্চি x ৩৬ইঞ্চি, ১০০ পিপিআই হলে ৫১x২৬ বর্গ ইঞ্চি, ৩০০ পিপিআই হলে ১৭x৮ বর্গ ইঞ্চি।
২। খুব সম্ভবত সঠিক ভাবে প্রিন্ট আরো অনেক গুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, শুধু রেজুলেশন না। তবে ৩০০ পিপিআইকে আদর্শ ধরে A4 সাইজের (৮.২৭ x ১১.৬৯) জন্য বেস্ট ইমেজ সাইজ হবে ২৪৮১ x ৩৫০৭ পিক্সেল।
এডিটঃ ইলিয়াস ভাই ঠিক বলেছেন, অরিজিনাল ছবির রেজুলেশন হিসাবে (৭২ পিপিআই, ৩৮৬৪ × ২০০৭ পিক্সেলে) সাইজ দাড়ায় প্রায় ৫৪ইঞ্চি x ২৮ইঞ্চি।