Re: ফোরামের পুরান পাপী অরুন আজ শহীদের নাম লিখিয়েছেন
রঙ মিসটেক
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ফোরামের পুরান পাপী অরুন আজ শহীদের নাম লিখিয়েছেন
রঙ মিসটেক
আমাদের দলের একজন শহীদ হল
বিয়ের শুভেচ্ছা। দলীয় লোক বাড়লে ভালই লাগে।
বাংলাদেশের রেলমন্ত্রীর সাথে একই দিনে বিয়ে করেছেন, জানতে চাই পাত্রীর বয়স আমাদের মন্ত্রীপত্নীর মত
(1/2n - 5) না তো?
আমাদের দলের একজন শহীদ হল
ইয়ে, আপনি এখনও কোন দলের না। আগে আর একটু বড় হোন।
গার্হস্থ্যজীবনে স্বাগতম। আশা করি মনের সাধ মিটিয়ে ব্যাচেলর পার্টি করা হয়েছে
টপিক "উপযুক্ত" বিভাগে গেছে।
উদাদা টপিকটা একটু আগেভাগেই হাসির বাক্সে দিয়ে দিয়েছেন
প্রাণঢালা অভিন্দন জানাচ্ছি
অভিনন্দন অরুণদা।
এই টপিক হাসির বাক্সে কেন? ডেডু ভুয়া খবর দিয়েছে নাকি?
ডেডু ভুয়া খবর দিয়েছে নাকি?
আমি তো ঠিক বুঝতেছি না। কিছু দিন ধরেই ফেসবুকে দেখছিলাম অরুর বিয়ে ৩০শে অক্টোবর। তার পরে ৩০শে অক্টোবর নীচের ছবিও সে শেয়ার করলো
এরপর ৩০শে অক্টোবর থেকে পুরাই নাই হয়ে গেল অরু। উদা দাদা মনে হয় বিস্তারিত জানে । বিয়ের খবর ফেক হয়ে থাকে তবে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।
আমি তো ঠিক বুঝতেছি না। কিছু দিন ধরেই ফেসবুকে দেখছিলাম অরুর বিয়ে ৩০শে অক্টোবর। তার পরে ৩০শে অক্টোবর নীচের ছবিও সে শেয়ার করলো
এরপর ৩০শে অক্টোবর থেকে পুরাই নাই হয়ে গেল অরু। উদা দাদা মনে হয় বিস্তারিত জানে । বিয়ের খবর ফেক হয়ে থাকে তবে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।
ডেডু, এত সিরিয়াস হতে হবে কেন যে ক্ষমাপ্রার্থী? হা হা হা....... এত সিরিয়াস নাই বা হলে.....৷ আসলে আমার ফেসবুক মানেই প্রজন্ম ফোরামের গুটিকয়েক সদস্যদের সাথে গল্প ঠাট্টাড়ু গ্রুপ আর আমার সব কথাবার্তাই ওই গ্রুপ ঘিরেই এবং গ্রুপের প্রথম শর্ত কোন কিছুই সিরিয়াসভাবে নেওয়া যাবে না, ফলে পুরো ঘটনাটাই কাল্পনিক৷
আসল ঘটনা ছিলঃ আমার অ্যক্সিডেন্টের পর হাতে-কাঁধে-পিঠে অনেকগুলো দড়িদাড়া বাঁধা আছে যার মধ্যে সর্বকনিষ্ঠটি ডিসেম্বরে খুলে ফেলবে.... সেটাকেই প্রথমে আমি-অনিকেত বলতাম বিয়ে ডিসেম্বরে.... এর মধ্যেই দাদা গাড়ি কেনার ব্যবস্থা করে আর আমার ফেসবুকে যে লেখা দেখেছিলে সেটা ছিল - Engaged ২২-১০-২০১৪ - এটা ছিল গাড়ি বুকিং-এর দিন আর ৩০ অক্টোবর ছিল গাড়ি পাবার দিন....
এই বুড়ো বয়সে আর বিয়ে হবার নয়....
ভালো থাকবেন সবাই......
পি.এস - ছবিতে একবারে ডানদিকে বাবা-বৌদি-মা-বুড়াই-বাবার বন্ধু বলাই কাকু আর বাঁদিকে প্রিমিয়ার কারওয়ার্ল্ডের রাজু দা আর ধনঞ্জয় দা৷
কি বলব বুঝতে পারছি না। খবরটি পড়ে খুব খুশি হয়েছিলাম। যাইহোক যদি সত্যিকার অর্থেই চান এবং চেষ্টা করেন তাহলে যে অবশ্যই হবে বলে আমার বিশ্বাস। আপনার বয়স তো খুব বেশি হয়নি দাদা।
আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। আর নতুন গাড়ির জন্য অভিনন্দন।
ডেডু, এত সিরিয়াস হতে হবে কেন যে ক্ষমাপ্রার্থী?
দাদারে, ফাইজলামি যে আলটিমেট লেভেলে চলে গেছে তা আমার জানা ছিল না। ফোরামের পাবলিকেরা এখন আমারে বাইন্ধে পিটাবে !!
এই বুড়ো বয়সে আর বিয়ে হবার নয়
বয়স কোন ব্যপার না ইচ্ছা হলো আসল কথা। নিচের ছবি দেখুন
তারপর.... অজ্ঞান....
অরুণ লিখেছেন:ডেডু, এত সিরিয়াস হতে হবে কেন যে ক্ষমাপ্রার্থী?
দাদারে, ফাইজলামি যে আলটিমেট লেভেলে চলে গেছে তা আমার জানা ছিল না। ফোরামের পাবলিকেরা এখন আমারে বাইন্ধে পিটাবে !!
আহা!! অরুণ দা আর কিছু দিন যাইত! এত তাড়াতাড়ি মজা শেষ করে দিলেন কেন!
ডেডুদাকে ধরে আমরা নাহয় বটগাছের সাথে বেঁধে একটু পিটাইতাম!
ডেডু ধরা খাওয়াতে আমি যারপরনাই আহ্লাদিত
ঘটনার সূত্রপাত আমার আমার অরুণদার বার্তা চালাচালি থেকে সম্ভবত। আরো একজন আছেন যিনি প্রজন্ম ফোরামের নিবেদিত ঘুমন্ত পাঠক - তাঁকে চটানোর জন্য বলতে বলতে এই কাহিনী এসে দাঁড়িয়েছে। এটা মূলত মুখবহির একটা আজাইরা গ্রুপের নিজস্ব 'ফিচলামি' সেখানে কোন কিছুতে সরল বিশ্বাস করতে নেই! হা হা হা হা।
হাবা তে শহীদী চেতনা দেখে আমি কিঞ্চিৎ বিভ্রান্তির শিকার হয়েছি। ঘটনার সুস্পষ্ট তদন্ত হলে জাতির জাতাজাতি বন্ধ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস আছে।
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ফোরামের পুরান পাপী অরুন আজ শহীদের নাম লিখিয়েছেন
০.০৭২০২৬০১৪৩২৮০০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.১০১১৬০০৮৩২৮৪ টি কোয়েরী চলেছে