টপিকঃ দোয়েল বেসিক-০৭০৩ ল্যাপটপের ব্যাটারি রিপ্লেসমেন্ট সম্পর্কে তথ্য প্রয়োজন

সর্বশেষ সম্পাদনা করেছেন forhan (২১-১০-২০১৪ ১৬:৪০)

Re: দোয়েল বেসিক-০৭০৩ ল্যাপটপের ব্যাটারি রিপ্লেসমেন্ট সম্পর্কে তথ্য প্রয়োজন

আপনি তো খুলনায় থাকেন দেখা যাচ্ছে। ঢাকার ব্যাপারে আইডিয়া দিতে পারি, আইডিবি, এলিফ্যান্ট রোড, কাঁটাবন এসব জায়গায় পাবেন। ৬ সেলের ব্যাটারি ২০০০ থেকে ৪০০০ পর্যন্ত আছে। ৩ সেলের ব্যাটারি হলে ১৭০০ এর ভেতর পাওয়ার কথা। এসব ব্যাটারিতে ৬ মাসের ওয়ারেন্টি পাবেন। অরিজিনাল ব্যাটারির পারফরমেন্স পাবেন না, অন্তত আমি পাইনি। বছর দেড়েক আগে একটা কিনেছিলাম কোনো দিন ই ২ ঘন্টার বেশি ব্যাকআপ দেয়নি। এখন ১ ঘন্টার কিছু বেশি দেয়।

ব্যাটারি কেনা বোকামি হবেনা যদি ল্যাপটপ চালিয়ে সন্তুষ্ট থাকেন। বরং না বদলালে সমস্যা হতে পারে। পুরোনো ব্যাটারির সেল গুলো ক্ষতিগ্রস্থ হয়ে যায়, তখন চার্জ হতে বেশি সময় লাগে এবং বেশ গরম হয়ে যায়। এতে আপনার ল্যাপটপের পার্টসগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।