টপিকঃ ল্যাপটপ এর ডিসপ্লের ব্যাপারে সাহায্য দরকার
৪মাস হল ল্যাপটপ কিনেছি। মডেল hp 450g1 probook। সমস্যা ছাড়া ভালো ই চলছিলো। কিন্তু গতকাল লক্ষ্য করলাম সাদা ব্যাকগ্রাউন্ড এ এক জাগাতে হাল্কা সাদা। খুব লক্ষ্য না করলে বুঝা যাবে না। তাছাড়া HD movie র শুরুতেও কেমন যেন স্তর এর মতো গোলকার দাগ দেখা যাচ্ছে। খুব কস্টে আছি। কি করব ভেবে পাচ্ছি না এটা কি ধরনের সমস্যা???