টপিকঃ জুমলার জন্য স্লাইডশো বিষয়ে সহযোগীতা চাই
প্রিয় প্রোগ্রামার ভাই ও বন্ধুরা , আসসালামু আলাইকুম । আমি একটা সমস্যায় পড়েছি । engilish.alalam.ir সাইটের স্লাইডশোর মতো একটা স্লাইডশো দরকার । গুগলে সার্চ ও জুমলা সাইটে খোঁজে যাও দুই একটি এক্সটেনশন পেয়েছি সেগুলি K2 এর Item অপশন এর ফিচার অপশন সাপোর্ট করে না । আর্টিক্যাল করে কাজ করতে হয় । আর্টিক্যাল করে করলেও নির্দিষ্ট ক্যাটাগরি ব্যবহার করার সুযোগ নাই । এখন , কে টু আইটেম এর ফিচার সাপোর্ট করে এমন কোন এক্সটেনশন আছে কারো কাছে বা জানা থাকলে বা কিভাবে আইটেম এর ফিচারে যোগ করব বিষয়টি বলে আমাকে সহযোগীতা করবেন আশা করি ।