৪১

Re: আচিল হলে কি করবো?

আমাকে কোথাও পাবেন না।

৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১৭-১০-২০১৪ ২০:১৮)

Re: আচিল হলে কি করবো?

Calm... like a bomb.

৪৩

Re: আচিল হলে কি করবো?

ব্রাসুদার কমেন্ট পড়লাম। রেপু দিতে পারলাম না বলে খারাপ লাগছে sad
জানি এরপরেও amilee ভাই হোমিওপ্যাথি নিয়ে লাফালাফি করবেন কারণ উনি যে যুক্তি বোঝেন না এটা তো পুরোনো কথা kidding

৪৪

Re: আচিল হলে কি করবো?

১. মনে পড়লো, ছোটবেলায় ছোট বোনের আচিল হয়েছিল। চুল দিয়ে কয়েকদিন বেঁধে রাখার পর সেটি এমনিতেই খসে যায়।

২. ব্রাশু ভাই ফাটিয়ে দিয়েছেন।  big_smile

৪৫

Re: আচিল হলে কি করবো?

দুঃখিত, অনেকগুলো অফটপিক হয়ে গেছে। পলাশ ভাইয়ের আঁচিল সমস্যা ব্যতীত অন্যান্য পোস্টগুলো আলাদা টপিকে সরিয়ে নেয়া যাবে কি?

Calm... like a bomb.

৪৬

Re: আচিল হলে কি করবো?

আমার ছোট ভাইয়ের ঠোঁটের কোণায় একটা আচিল হইছিল । অনেক দিন সে কষ্ট পেয়েছে। অনেক ঔষধও খেয়েছে। ডাক্তার অপারেশন করতে বলছিল । শেষ পর্যন্ত সে যখন সেলুনে যায় তখন নাপিত ম্যাচের কাটি জ্বালিয়ে আচিলে ধরে আচিলটা পুড়িয়ে দেয়। সেই যে ভাল হলো সে আচিল আর উঠেনি। এখনো ভাল আছে সে।

৪৭

Re: আচিল হলে কি করবো?

আমাকে কোথাও পাবেন না।

৪৮

Re: আচিল হলে কি করবো?

ি আমার আচিল অপারেশন করেও ঠিক হলো না্িখেন যে কি করবো।

৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী হাসান (২১-১১-২০১৪ ১২:৪৫)

Re: আচিল হলে কি করবো?

অফ অফ দ্যা অফটপিক: মেট্রিকুলেশন পাশের শেষে আমার একবার বেশ জ্বর হয়.......রাত্রিকালিন জ্বর হতো......মিডিয়াম টাইপের জ্বর লাইক...১০২-১০৩.......সাথে সাথে কুচকিতে প্রায় অদৃশ্য এক গ্লান্ড ব্যাথা সাথে নিয়ে একটু বড় হয়ে দৃশ্যমান হয়। আমাদের বরিশালের সবচেয়ে বড় হোমিপ্যাথিক ডাক্তার বাপজানের দোস্ত হওয়ায় বাপজান তার দোস্তকেই স্বরণ করলেন সবার আগে......। আর উনিও বিপুল উদ্যোগে তার আমাদের বাসায় এসে প্রাথমিক চিকিৎসা শুরু করে দিলেন ভয়াবহ তিতকুটে কিছু অষুধ খেতে দিয়ে। তার ফাইনাল আইডেন্টিফিকেশনে আমাকে টাইফয়েডের রোগী হিসাবে চিহ্নিত করা হয়।

কিন্তু সপ্তাহ বাদে উপকারতো ভালো.....জ্বরের মাত্রা আরো বাড়ার পাশাপাশি কুচকির ব্যাথাটাও বেড়ে গিয়েছিলো......এক রাতে রেকডর্েড ১০৫+ জ্বরে আমি অচেতন হলে বাসার সবার সচেতনাটা ফিরে আসে......। যথারিতী  আসল ডাক্তারের কাছে গেলে এক সাজর্ন গ্লান্ড ইনফেকশন আইডন্টিফাই করে অপারেশন করেন আর সেটা টেষ্ট করান.......পরিশেষে আমি টাইফয়েড থেকে টিবি রোগিতে পরিনত হই..... sad যথারীতি ৯মাস ঔষধ সেবনের লুপ শেষে মুক্তি পাই... big_smile)

অনটপিক.... পল্লু ভাইজান.....আপ্নার সাকসেস হিষ্ট্রোরিতেতো আমিও ইন্সপায়াড হয়া গ্যালাম.....কিন্তু সমস্যা হলো, আমার বহুদিন পুরোনো একটা আচিল আছে......ঠিক পিঠের মধ্যিখানে.......দেখিনা হাত দিয়ে ভালো করে ধরতেও পারিনা.........বুদ্ধি দ্যান..... sad

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

৫০

Re: আচিল হলে কি করবো?

আঁচিল সারানোর একটা বাংলা মেথড আছে। সেইটা হল চুন+সোডা। ব্যাপারটা কিছুই না, রাসায়নিক বিক্রিয়া করে ঐ অংশটাকে ঝরিয়ে ফেলে। তবে সাবধানতার জন্য প্রথমে একটা কাগজ নিন। এরপর আঁচিলের মাপ অনুযায়ী ফুটো করে ওখানে কাগজটা বসান। অন্য একটি পাত্রে অল্প একটু চুন+সোডা মিশ্রিত করে পানের বোঁটা দিয়ে নিয়ে আঁচিলের উপর হাল্কা করে দিয়ে দিন। ১০মিনিট পর তুলে ফেলুন। পড়ে যাবে। smile

@ব্রাসু ভাই: ফাটায় ফেলছেন smile

৫১

Re: আচিল হলে কি করবো?

থুজা খাবার নিয়ম কি আমাকে কেউ কি একটু বলে দিবেন।

৫২

Re: আচিল হলে কি করবো?

৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন riazkhan520 (১৯-০৮-২০১৬ ০০:৩৯)

Re: আচিল হলে কি করবো?

আপনি যদি হোমপ্যাথি ডাক্তার দেখিয়ে ঔষধ সেবন করেন সেটা অবশ্য ভাল হবে। এটা একটু দেরিতে কাজ করলেও চিরতরে মুছে যাবে।
তবে আমার কাছে একটি দারুন idea আছে আপনি ওই আচিল টাকে মহিলাদের একটা বড় সরো চুল নিয়ে সেটাকে দিয়ে আচিল টাকে পেচিয়ে ফেলুন । একটু ব্যাথা করবে কিন্তু ৩ থেকে ৪ দিনের মাথায় আচিলটা automatic পড়ে যাবে এবং শুকিয়ে যাবে।

চেষ্টা করে দেখুন ।