টপিকঃ কুকুর এবং নির্বাচনী প্রজনন
কুকুর গৃহপালীত হয়েছে অনেক আগে, মুলত বন্য নেকড়ে থেকে। ফসিল রেকর্ড এবং ডিএনএ প্রমান অনুযায়ী এটা করা হয়েছে ৩৩ হাজার বছর আগে থেকে শুরু করে ১৪হাজার বছর আগপর্যন্ত কয়েক দফায় (এবং দুনিয়ার কয়েক যায়গায় আলাদা ভাবে)। কিন্তু মজার ব্যাপার হল ৩০ হাজার বছর থেকে শুরু করে গত মাত্র ৩/৪শ’ বছর (যখন ইংলিশরা কুকুর ব্রিডি শুরু করে) আগ পর্যন্ত এই পুরো সময়টাতে পৃথিবীতে কুকুর ছিল মাত্র কয়েক বর্ন প্রজাতি। অন্যদিকে বর্তমানে পৃথিবীতে আনুমানিক ৫০০ ও অধিক বর্নের কুকুর প্রজাতি আছে (এফসিআই কর্তৃক নিবন্ধিতই আছে ৩৩৯ বর্ন-প্রজাতি) তার মানে দাড়ায় আমাদের আশে পাশে দেখা ৯০+ ভাগ বর্নের কুকুরই তৈরী হয়েছে (হ্যা, তৈরী! মানুষ দ্বারা তৈরী!!!) মাত্র গত ৩০০ বছরে।
এর আগে এই বিচিত্র কুকুর গুলোর কোন অস্তিত্বই ছিল না। অনেক জনপ্রিয় ব্রিড গুলো কে/ কিভাবে/ কখন তৈরী করল এবং কত দিন লাগল ইত্যাদির সুনির্দিস্ট রেকর্ড আছে। প্যাটেন্ট ল তে প্রানী প্যাটেন্ট অবৈধ না হলে এগুলোকে হয়তো বিভিন্ন কোম্পানী প্যাটেন্ট করে প্রডাক্ট হিসেবে বাজারজাত করত! যেমন ১৮৩০ সালে লিওনবার্জার তৈরী করেছেন হেইনরিক এসিগ(Heinrich Essig) নামের এক জার্মান ব্যাক্তি। উনি শুরু করেছেন Newfoundland (মা) এবং barry জাতের কুকুর দিয়ে। তার ক্রাইটেরীয়া অনুজায়ী কুকুর তৈরী হতে সময় লেগেছে ১৬ বছর। ১৮৪৬ সালে প্রথম লিওনবার্জার রেজিস্টার করা হয়।
কিভাবে করা হল? এটা করা হয় মুলত নির্বাচনী প্রজনন(selective breeding) এর মাধ্যমে। ব্যাপারটা এমন যে আপনি শুরু করলেন একটা সাধারন কুকুর দিয়ে, আপনি কি চান সেই অনুযায়ী এবার সিলেক্টিভ ব্রিডিং করতে থাকলেন ১০/১৫ বছর পর দেখা গেল বর্তমান কুকুর ১০ বছর আগে শুরু করা বাবা-মা কুকুরের চেয়ে একেরেই ভিন্ন। এবং রেজিস্টার বুকে ঠাই করে নেয় নতুন বর্ন হিসেবে। আরেকটু খোলাসা করে বলি। ধরুন আপনি চান আপনার কুকুরের কান গুলো একফুট লম্বা হতে হবে। আপনাকে শুরু করতে হবে বর্তমানে পাওয়া সবচেয়ে লম্বা কানের দুটো কুকুর দিয়ে (একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী লিঙ্গ)। ধরুর কুকুরগুলোর কান বর্তমানে ৬ ইঞ্চি লম্বা। ধরুন এক বছর পর এদের ৮টা বাচ্চা হল। বাচ্চারা একটু বড় হবার পর স্কেল দিয়ে সবার কান মাপতে হবে। সবচেয়ে বড় কানের বাচ্চা দুটি রেখে বাকিগুলো বিদেয় করতে হবে। পরের বছর আপনার থাকবে দুজোড়া কুকুর (আগের বাবা-মা এবং নতুন এক জোড়া), বাচ্চা হবে ১৬টা আবার সবচেয়ে লম্বা কান ওয়ালা ৪টা বাচ্চা রেখে বাকি ১০টা+প্রথম বাবা মা বিদায়... পকৃয়া চলবে যতদিন পর্যন্ত একজোড়া কুকুরের সবগুলো বাচ্চার কান এক ফুটের বেশী লম্বা না হয়।
বুল টেরিয়র(Bull_Terrier) জাতের কুকুরের কথাই ধরুন। এটা ডেভেলাপ করা হয়েছিলে ওল্ড ইংলিশ বুলডগ এবং ওল্ড ইংলিশ টেরিয়র (দুটাই বর্তমানে বিলুপ্ত) থেকে। মুলত বন্য খরগোশ (Vermin) শিকারে জন্য এটাকে বানানো হয়। তখন এট ছিল একটা এনার্জিটিক, এবং জেদি জাতের কুকুর। পরে ১৯ শতকের মাঝামাঝিতে জেনারেল পুপুলেশনে এটা রিক্রিয়েশনাল ডগ হিসেবে জনপ্রিয়তা লাভ করে এবং এর বেশ কিছু পরিবর্তন করা হয়, বিশেষত এর ডিম্বাকৃতি মাথা!
১৯শতকের প্রথম দিকের বুল টেরিয়র এবং বর্তমান বুল টেরিয়রের পার্থক্য দেখুন। মাথা, পা, গলা কান সবই অন্যরকম!!
আপনি যা চান তাই বানাতে পারেন। মুখটা একটু গোল দরকার, কানটা অনেকখানি লম্বা দরকার, পেটের নিচে লোম চান না। কোন সমস্যা নেই ২০ বছর পরে আসুন... অর্ডার ডেলিভারী দেয়া হবে!! কোনরকম বায়লজি/ জিনেটিক জ্ঞান ছাড়া শুধুমাত্র সিলেক্টিভ ব্রিডীং দারা এহেন অসম্ভব মাত্র কয়েক বছে সম্ভব করা যায় ভাবতেই অবাক লাগে। এভাবেই তৈরী হয়েছে শত শত বর্নজাতের কুকুর। চায়ের কাপের সাইজের পুডল হতে শুরু করে প্রায় ঘোড়ার সমান গ্রেট ডেন। লোম বিহীন, লোম সর্বস্ব, পরিশ্রমী, অলস, রাগী বন্ধুপ্রতীম সব ধরনের ককুর পাওয়া যায়।
চাইনিজ পিকিঞ্জিজ (? Pekingese) একটা অনেক পুরোনো ব্রিড করা কুকুর। চাইনিজ সম্রাটদের জন্য বানানো এই কুকুর শতশত বছর শুধু সম্রাট পরিবারই পুষতে পারত। পুরোন স্ক্রলে পাওয়া এই কুকুর তৈরীর ফরমায়েশ দেখুন
Her Imperial Majesty, Empress Dowager Cixi, (1835 – 1908) said:[10]
Let the Lion Dog be small; let it wear the swelling cape of dignity around its neck;
let it display the billowing standard of pomp above its back.
Let its face be black; let its forefront be shaggy; let its forehead be straight and low.
Let its eyes be large and luminous; let its ears be set like the sails of war junk; let its nose be like that of the monkey god of the Hindus.
Let its forelegs be bent; so that it shall not desire to wander far, or leave the Imperial precincts.
....
....
So shall it remain - but if it dies, remember thou too art mortal.
ফরমাশের ফলাফল? নিজেই দেখুন
এবার কিছু ছবি দেখুন। আদি ইতিহাস বাদদিন... সম্রাট হুমায়ুন/আকবর এর আমলেও নিচের কুকুর গুলোর কোন অস্তিত্ব এই দুনিয়ায় ছিলনা।
ছবি: নেট থেকে। ছবিগুলোর মুল সোর্স অপরিবর্তিত।