টপিকঃ ফ্রি এবং ওপেনসোর্স থ্রিডি সফটওয়্যার
Blender 3D: http://www.Blender.org
তালিকার প্রথমেই আসবে ব্লেন্ডারের কথা। এটি একটি শক্তিশালী ফ্রি ও ওপেন সোর্স থ্রিডি সফটওয়্যার। সাইজে অন্যান্য থ্রিডি সফটওয়্যারের চেয়ে ছোট হলেও এটি দিয়ে মডেলিং,ফ্লুয়িড অ্যানিমেশন, পার্টিক্যাল অ্যানিমেশন , থ্রিডি ক্যামেরা ট্র্যাকিং , মোশন ট্র্যাকিং,রিয়েল টাইম রেন্ডারিং সহ প্রায় সব কাজ অত্যন্ত চমৎকারভাবে করা যায়।
TrueSpace: http://www.caligari.com
ট্রুস্পেস অত্যন্ত শক্তিশালী থ্রিডি মডেলিং ও রেন্ডারিং সফটওয়্যার। এটি ফ্রি ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন। তবে এটি ওপেন সোর্স নয়।
DAZ3d: http://www.daz3d.com
ডাজ থ্রিডি থ্রিডি ক্যারেক্টার মডেলিং এর জন্য অনেক পরিচিত একটি সফটওয়্যার। ডাজ থ্রিডিতে মডেলিং এর পাশাপাশি খুব সহজেই ক্যারেক্টারকে অ্যানিমেট করা যায়। ডাজ থ্রিডিতে আপনি নিজে মডেল তৈরি ছাড়াও তাদের ওয়েবসাইট থেকে অসংখ্য ফ্রি মডেল এবং অন্যান্য সংশ্লিষ্ট অবজেক্ট ও কনটেন্ট ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন।
Anim8or: http://www.anim8or.com
এটির কাজও প্রায় ডাজ থ্রিডির হুবুহ।
Google Sketch Up: http://sketchup.google.com/
এটি নিয়ে বেশি কিছু বলার নেই। নতুন হলেও ইতিমধ্যেই থ্রিডি আর্কিটেক্ট মডেলিংএ এটি প্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে।
Blender Pocket: http://blender-pocket.en.softonic.com/pocketpc
স্মার্টফোনের জন্য তৈরী ব্লেন্ডারের মোবাইল ভার্সন। পথে হাটতে হাটতে হয়তো কোথাও যাচ্ছেন এটা সাথে নিয়ে নিন। খুব কাজের একটি সফট।
Gmax: http://www.turbosquid.com/gmax
ইন্টারফেস থেকে যাবতীয় কাজ থ্রিডিস ম্যাক্সের মত হুবুহ। তাও সাইজ মাত্র ১৯ মেগাবাইট। যাদের লো কনফিগের পিসি তারা এটা ব্যবহার করে স্মুথলি থ্রিডিস ম্যাক্সের কাজগুলো সেরে নিতে পারেন।
Wings 3D: http://www.wings3d.com/
এটি একটি ফ্রি subD modeling এপ। এটি বর্তমানে অধিকাংশ গেমসের ক্যারেক্টার ও ইনভারনমেন্ট মডেলিং এ ব্যবহৃত হচ্ছে।
K-3D: http://www.k-3d.org/wiki/Main_Page
আরেকটি চমৎকার ও শক্তিশালী থ্রিডি মডেলিং ও রেন্ডারিং টুল। এতে ডিফল্টভাবে pixer এর Render Man রেন্ডার ইঞ্জিন দেয়া আছে যা শক্তিশালী রেন্ডারার হিসেবে গুণীজনের প্রশংসাপ্রাপ্ত।