টপিকঃ লিনাক্স বুট মেনু সমস্যা
আমি রেডহ্যাট ৬.৫, উইন্ডোজ ৭ এর সাথে ইনস্টল করেছি, কিন্তু ইনস্টল শেষ হবার পর কোন ডুয়েল বুট মেনু আসে না। সরাসরি উইন্ডোজ চালু হয়ে যায়। কি সমস্যা বুঝতে পারছি না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স বুট মেনু সমস্যা
আমি রেডহ্যাট ৬.৫, উইন্ডোজ ৭ এর সাথে ইনস্টল করেছি, কিন্তু ইনস্টল শেষ হবার পর কোন ডুয়েল বুট মেনু আসে না। সরাসরি উইন্ডোজ চালু হয়ে যায়। কি সমস্যা বুঝতে পারছি না।
এজন্য এই সফটওয়্যারটি ইন্সটল করুন। এর সাহায্যে আপনি পিসি স্টার্ট আপের সময় ওএস সিলেক্ট করার সুবিধা পাবেন।
EasyBCD ডাউনলোড লিংকঃ http://files2.majorgeeks.com/2ff4529fe2 … %202.2.exe
এখান থেকে Add New Entry তে যান। এরপর Linux/BCD তে ক্লিক করুন।
Linux/BCD তে গিয়ে Type: GRUB (Legacy), Name: লিনাক্সের যে ওএস সেটাপ করেছেন ঐটার নাম এবং পরে Device: এ আপনি লিনাক্সের ঐ ওএসটা যে ড্রাইভে সেটআপ করেছেন ঐটা সিলেক্ট করুন। এরপর Add Entry তে ক্লিক করুন।
ওএস এড করার পর নিচের ছবির মত ঐখানে উইন্ডোজ ৭ এর নিচে লিনাক্সের ওএস এর নাম প্রদর্শিত হবে। এখন প্রাইমারী ওএস হিসেবে যদি উইন্ডোজ ৭ কে প্রথমে রাখেন তাহলে স্টার্টআপের সময় আপনি যদি ওএস সিলেক্ট না করেন তাহলে ডিফল্ট ভাবে জানালা ৭ বুট হবে। আর যদি প্রথমে লিনাক্স কে রাখেন তাহলে ঐটা বুট হবে। এর জন্য আপ/ডাউনের মাধ্যমে ওএস এর সিরিয়াল করতে পারবেন। আর ওএস সিলেকশন টাইম আপনার মত দিয়ে সেভ সেটিং দিন।
এরপর পিসি রিস্টার্ট করে দেখবেন যে, ব্ল্যাক & হোয়াইট স্ক্রীণে দুটি ওএস এর নাম প্রদর্শিত হচ্ছে। এই হল সফটের মাধ্যমে ডুয়াল বুটের কাহিনী
VMWARE বা Virtual Machine এর ফাইল কি এই সফটওয়্যার দিয়ে চালানো যাবে ডুয়েল বুটে?
VMWARE বা Virtual Machine এর ফাইল কি এই সফটওয়্যার দিয়ে চালানো যাবে ডুয়েল বুটে?
চেষ্টা করে দেখতে পারেন আমার এ ব্যাপারে জানা নেই
VMWARE বা Virtual Machine এর ফাইল কি এই সফটওয়্যার দিয়ে চালানো যাবে ডুয়েল বুটে?
সম্ভবত না। VMWare এ vmdk ফরম্যাট ব্যবহার হয়না?
VHD image অথবা সরাসরি ISO বুট করানোর অপশান আছে অবশ্য।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স বুট মেনু সমস্যা
০.০৫৩৩১৩৯৭০৫৬৫৭৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.০৯৯০২৪৯১৩৩৫৬ টি কোয়েরী চলেছে