টপিকঃ আচিল হলে কি করবো?
আমার ঠোটের কোনে একটা ছোট আচিল হয়েছে। পুরো দের মাস হতে চললো। এখন মনে হচ্ছে এটা একটু একটু করে বড় হচ্ছে। সবাই বলছে হোমপেথি খেতে। এখন কোনটা খাব? হোমপ্যাথি নাকি এলোপ্যাথি? কি করা উচিত এই মুহুর্তে আমার?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » আচিল হলে কি করবো?
আমার ঠোটের কোনে একটা ছোট আচিল হয়েছে। পুরো দের মাস হতে চললো। এখন মনে হচ্ছে এটা একটু একটু করে বড় হচ্ছে। সবাই বলছে হোমপেথি খেতে। এখন কোনটা খাব? হোমপ্যাথি নাকি এলোপ্যাথি? কি করা উচিত এই মুহুর্তে আমার?
হোমিওপ্যাথি,কাজ হয়, এ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোন চিকিৎসা নাই।
হোমিওপ্যাথি শুরু করেন
হোমিওপ্যাথি,কাজ হয় কিন্তু সময় লাগবে। আমাকে একজন একটা টেপ দিয়ে ছিলো কি একটা এসিড থাকে ঐটার সাথে সম্ভবত silicic acid কয়েকদিন ব্যবহার করলাম এটাও সময় লাগবে মনে হলো পরে ফ্রেন্ডের ক্লিনিকে যেয়ে শিকড়সহ কেটে ফেললাম। এই টায় সহজ সমাধান মনে হলো আমার কাছে।
এ প্রসঙ্গে আঁচিল কেন হয় কেউ যদি সেব্যাপারে আলোকপাত করতেন।
অগ্রিম ধন্যবাদ ।
সবাইকে ধন্যবাদ। দেখি কালই হোমিওপ্যাথিতে দৌড় দিতে হবে।
আচিল কি?
থুজার ম্যাজিকাল পাওয়ার আমি দেখেছি। পায়ের পাতার মধ্যে থোকা থোকা আঁচিল ছিলো একজনের। থুজা খাওয়ানোর পরে একদম গায়েব
দুনিয়ায় আর জায়গা পেলো না পলাশ ভাইয়ের ঠোঁটের কোনায় গিয়ে আচিল হচ্ছে , বিয়েথা করে ফেলেন । ভাবি ছুলে যদি যায়
।
আগে দেখতাম আচিল হলে প্রথমে ব্লেড দিয়ে কেটে চুন লাগিয়ে দিতো , কিন্তু থুজার কথাটা জানতাম না । যাক জেনে ফেললাম আমার দরকার আছে
শুনেছি আচিল কয়েকটি জটিল রোগ থাকার লক্ষন প্রকাশ করে, কথাটা কত টুকু সত্য?
অন্য অনেকের মতো আমিও ব্রাশু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হোমিওপ্যাথি যে পদ্ধতিতে কাজ করে বলে দাবি করে, তা বিজ্ঞানের সাথে যায় না— এ ব্যাপারে আমি কনভিন্সড; কিন্তু মানুষের অভিজ্ঞতা তো ভিন্ন কথা বলে!
আস্থাটা বিজ্ঞানের ওপরই রাখি। বিজ্ঞান যেটা বাতিল করে দেয়, সেটার ওপর আস্থা রাখি না। যখন ব্যাখ্যা করতে পারবে, তখন নতুনভাবে আবার মেনে নিব। বিজ্ঞান দ্বারা প্রমাণিত হলে যে কোনোকিছুকে মেনে নিতে আপত্তি নেই— তা দুদিন আগে হোক বা পরে। অফটপিক না হয় এখানেই থাকুক। এ ব্যাপারে ব্রাশুদা ভালো বক্তব্য দিতে পারবেন বলে তাঁর মনোযোগ আকর্ষণ করেছি।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » আচিল হলে কি করবো?
০.০৫৩৩৪৭১১০৭৪৮২৯১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৮.০৮৫৮২৭৫৪২৭৪৮ টি কোয়েরী চলেছে