টপিকঃ আচিল হলে কি করবো?

আমার ঠোটের কোনে একটা ছোট আচিল হয়েছে। পুরো দের মাস হতে চললো। এখন মনে হচ্ছে এটা একটু একটু করে বড় হচ্ছে। সবাই বলছে হোমপেথি খেতে। এখন কোনটা খাব? হোমপ্যাথি নাকি এলোপ্যাথি? কি করা উচিত এই মুহুর্তে আমার?

আমাকে কোথাও পাবেন না।

Re: আচিল হলে কি করবো?

হোমিওপ্যাথি,কাজ হয়,  এ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোন চিকিৎসা নাই।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

Re: আচিল হলে কি করবো?

হোমিওপ্যাথি শুরু করেন

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১২-১০-২০১৪ ১৯:৩৪)

Re: আচিল হলে কি করবো?

Re: আচিল হলে কি করবো?

হোমিওপ্যাথি,কাজ হয় কিন্তু সময় লাগবে। আমাকে একজন একটা টেপ দিয়ে ছিলো কি একটা এসিড থাকে ঐটার সাথে সম্ভবত silicic acid কয়েকদিন ব্যবহার করলাম এটাও সময় লাগবে মনে হলো পরে ফ্রেন্ডের ক্লিনিকে যেয়ে শিকড়সহ কেটে ফেললাম। এই টায় সহজ সমাধান মনে হলো আমার কাছে।

Re: আচিল হলে কি করবো?

এ প্রসঙ্গে আঁচিল কেন হয় কেউ যদি সেব্যাপারে আলোকপাত করতেন।

অগ্রিম ধন্যবাদ ।

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১২-১০-২০১৪ ২১:৩৮)

Re: আচিল হলে কি করবো?

সর্বশেষ সম্পাদনা করেছেন পলাশ মাহমুদ (১৩-১০-২০১৪ ১৩:৫৮)

Re: আচিল হলে কি করবো?

সবাইকে ধন্যবাদ। দেখি কালই হোমিওপ্যাথিতে দৌড় দিতে হবে।

আমাকে কোথাও পাবেন না।

Re: আচিল হলে কি করবো?

আচিল কি?

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (১২-১০-২০১৪ ২৩:৪৬)

Re: আচিল হলে কি করবো?

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: আচিল হলে কি করবো?

থুজার ম্যাজিকাল পাওয়ার আমি দেখেছি। পায়ের পাতার মধ্যে থোকা থোকা আঁচিল ছিলো একজনের। থুজা খাওয়ানোর পরে একদম গায়েব surprised

রাবনে বানাদি ভুড়ি :-(

১২

Re: আচিল হলে কি করবো?

দুনিয়ায় আর জায়গা পেলো না পলাশ ভাইয়ের ঠোঁটের কোনায় গিয়ে আচিল হচ্ছে , বিয়েথা করে ফেলেন  tongue_smile । ভাবি ছুলে যদি যায়  hehe

আগে দেখতাম আচিল হলে প্রথমে ব্লেড দিয়ে কেটে চুন লাগিয়ে দিতো , কিন্তু থুজার কথাটা জানতাম না । যাক জেনে ফেললাম আমার দরকার আছে  thumbs_up

১৩

Re: আচিল হলে কি করবো?

শুনেছি হোমিওপ্যাথিতে আচিলের ভালো চিকিৎসা হয়

১৪

Re: আচিল হলে কি করবো?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৫

Re: আচিল হলে কি করবো?

শুনেছি আচিল কয়েকটি জটিল রোগ থাকার লক্ষন প্রকাশ করে, কথাটা কত টুকু সত্য?

১৬

Re: আচিল হলে কি করবো?

রাবনে বানাদি ভুড়ি :-(

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (১৪-১০-২০১৪ ০১:৪১)

Re: আচিল হলে কি করবো?

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮

Re: আচিল হলে কি করবো?

অন্য অনেকের মতো আমিও ব্রাশু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হোমিওপ্যাথি যে পদ্ধতিতে কাজ করে বলে দাবি করে, তা বিজ্ঞানের সাথে যায় না— এ ব্যাপারে আমি কনভিন্সড; কিন্তু মানুষের অভিজ্ঞতা তো ভিন্ন কথা বলে!

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (১৪-১০-২০১৪ ২৩:৪৬)

Re: আচিল হলে কি করবো?

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২০

Re: আচিল হলে কি করবো?

আস্থাটা বিজ্ঞানের ওপরই রাখি। বিজ্ঞান যেটা বাতিল করে দেয়, সেটার ওপর আস্থা রাখি না। যখন ব্যাখ্যা করতে পারবে, তখন নতুনভাবে আবার মেনে নিব। বিজ্ঞান দ্বারা প্রমাণিত হলে যে কোনোকিছুকে মেনে নিতে আপত্তি নেই— তা দুদিন আগে হোক বা পরে। অফটপিক না হয় এখানেই থাকুক। এ ব্যাপারে ব্রাশুদা ভালো বক্তব্য দিতে পারবেন বলে তাঁর মনোযোগ আকর্ষণ করেছি।