টপিকঃ আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন
গত ২২ জুন প্রযুক্তি বিষয়ক ফোরাম 'আমাদের প্রযুক্তি' তার সহস্রতম সদস্য পূর্ণ করেছে। নি:সন্দেহে এটি একটি বড় অর্জন। প্রজন্ম ফোরামের পক্ষ থেকে আমাদের বন্ধুপ্রতীম ফোরামকে প্রাণঢালা অভিনন্দন!
তথ্য প্রযুক্তি তে বাংলার ব্যাপকতা যে বাড়ছে এটি তারই প্রমান। কারণ প্রজন্ম ফোরামের সহস্রতম সদস্য হতে যে সময় লেগেছে তার অনেক আগেই আমাদের প্রযুক্তি তার সহস্রতম সদস্য পেয়েছে। তার মানে ইন্টারনেটে বাংলা দ্রুত জনপ্রিয় হচ্ছে। বাঙ্গালী ও বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য অন্তত আনন্দের সংবাদ। রক্তের বিনিময়ে আমরা যে ভাষা অর্জন করেছি, তাকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে চাই। আর এ জন্য দরকার সবার অংশগ্রহন।
দুই ফোরামের সহস্রাধিক করে সদস্য থাকলেও খুব কম সংখ্যক সদস্য নিয়মিত। আমরা সবাইকে অনুরোধ করব এই ফোরামগুলো সহ সকল বাংলা ওয়েবসাইটে নিয়মিত হতে। এতে আমাদের লক্ষ্য অর্জন সহজতর হবে।
ফোরামগুলোতে হিংসা, দু:খ, ক্ষোভ ইত্যাদি ভুলে আমরা একটা বড় পরিবারের মত থাকতে চাই। আর সেজন্য দরকার সকলের ধৈর্য, সহানুভূতি, ত্যাগ ও ক্ষমা সহ মানবীয় গুনাবলীর বহিপ্রকাশ।
সবাইকে ধন্যবাদ, আমাদের প্রযুক্তি'কে আমারও শুভেচ্ছা।