টপিকঃ আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

গত ২২ জুন প্রযুক্তি বিষয়ক ফোরাম 'আমাদের প্রযুক্তি' তার সহস্রতম সদস্য পূর্ণ করেছে। নি:সন্দেহে এটি একটি বড় অর্জন। প্রজন্ম ফোরামের পক্ষ থেকে আমাদের বন্ধুপ্রতীম ফোরামকে প্রাণঢালা অভিনন্দন!

তথ্য প্রযুক্তি তে বাংলার ব্যাপকতা যে বাড়ছে এটি তারই প্রমান। কারণ প্রজন্ম ফোরামের সহস্রতম সদস্য হতে যে সময় লেগেছে তার অনেক আগেই আমাদের প্রযুক্তি তার সহস্রতম সদস্য পেয়েছে। তার মানে ইন্টারনেটে বাংলা দ্রুত জনপ্রিয় হচ্ছে। বাঙ্গালী ও বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য অন্তত আনন্দের সংবাদ।  রক্তের বিনিময়ে আমরা যে ভাষা অর্জন করেছি, তাকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে চাই। আর এ জন্য দরকার সবার অংশগ্রহন।

দুই ফোরামের সহস্রাধিক করে সদস্য থাকলেও খুব কম সংখ্যক সদস্য নিয়মিত। আমরা সবাইকে অনুরোধ করব এই ফোরামগুলো সহ  সকল বাংলা ওয়েবসাইটে নিয়মিত হতে। এতে আমাদের লক্ষ্য অর্জন সহজতর হবে।

ফোরামগুলোতে হিংসা, দু:খ, ক্ষোভ ইত্যাদি ভুলে আমরা একটা বড় পরিবারের মত থাকতে চাই। আর সেজন্য দরকার সকলের ধৈর্য, সহানুভূতি, ত্যাগ ও ক্ষমা সহ মানবীয় গুনাবলীর বহিপ্রকাশ।

সবাইকে ধন্যবাদ, আমাদের প্রযুক্তি'কে আমারও শুভেচ্ছা।

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৪-০৬-২০০৮ ১১:৫৭)

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

clapclap:clap::clap::clap::clap::clap::clap::clap::clap:

আমাদের প্রযুক্তি ফোরামের হাজারতম সদস্য পূর্ন হওয়ায় আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন। সর্ব প্রথমে আমি কৃতঞ্জতা জানাবো হাসিন হায়দার ভাইকে যার তৈরি করা বাংলা স্ক্রিপ্টের জন্য আজ আমরা প্রযুক্তিসহ আরো অনেক ফোরামে বাংলায় লিখতে আর দেখতে পাচ্ছি। তারপর তাদেরকে বিশেষ করে যাদের কারনে আজ প্রযুক্তি ফোরাম আমাদের সবার মাঝে বিশেষ জায়গা করে নিয়েছে সেই মানচু ভাই বিপ্রদা এবং সুধৈর্যশীল সমন্বয়কবৃন্দ এবং নিয়মিত আলোচনায় অংশগ্রহনকারী সকল সদস্যকে প্রযুক্তিকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবার জন্য শুভ কামনা রইল।

আর সাথে এই আশাও ব্যাক্ত করছি দুই ফোরামের সদস্য সংখা মিলিওন ছাড়িয়া যাবার চেয়ে নিয়মিত ফোরামে অবদান রাখতে পারেন এবং অর্জিত ঞ্জান আদান প্রদানের মাধ্যমে একজন আরেকজনের সাথে বন্ধুত্বপূর্ন পরিবেশ সৃষ্টি করতে সর্বদাই উৎসুখ এরকম মহানপ্রান সদস্য সংখ্যা পেলেই আমাদের সকলের লক্ষ অর্জন খুব শীঘ্রই সম্ভবপর হয়ে উঠবে।

তবে আমি এখনও স্বপ্ন দেখি লক্ষ লক্ষ মানুষের বিঞ্জান ও প্রযুক্তিপ্রীতি এবং তাদের চর্চা, বিভিন্ন ফোরামে তাদের পদচারনায় আর সুশীল ও চিন্তাশীল লেখনীর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি সুদুরপ্রসারী এবং ঞ্জানপিপাসু উজ্জল জাতি হিসেবে জায়গা করে নিয়েছে।

সবাইকে আবারো ধন্যবাদ আর অভিনন্দন আর শুভ কামনা জানিয়ে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বানী এখানেই শেষ করছি।

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

'আমাদের প্রযুক্তি'  ফোরামের হাজারতম সদস্য অর্জন করায় তাদেরকে অভিনন্দন:clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap::clap:

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (২৪-০৬-২০০৮ ১৩:৩৩)

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে মন্তব্য করার জন্য(কাজের চাপের প্রজন্মতে আসতে পারি নাই:rolleyes:)।

হাঙ্গরীকোডার ও সবাইকে অনেক ধন্যবাদ আমাদের উৎসাহিত করার জন্য।

--পক্ষে আমাদের প্রযুক্তি টিম

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

অনেক অভিনন্দন আঃ প্রঃ কে তাদের এই সাফল্যে। প্রজন্ম, আমাদেরপ্রযুক্তির মত বাংলা ফোরাম চালু হওয়াতে আমরা যে কি উপকৃত হয়েছি তা বলাই বাহুল্য। সে জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই clap
তবে আঃ প্রঃ প্রায় যাওয়ায় হয় না sad

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

আমাদের প্রযুক্তি জিন্দাবাদ।

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

'আমাদের প্রযুক্তি' দীর্ঘজীবি হোক

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

আরো যেন অনেক সহস্র সদস্য পায় সেই দোয়াই করছি ।

১০

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

আশা করি যে সময়ে ১০০০ সদস্য হয়েছে, তার এক চতুর্থাংশ সময়ে ২০০০ সদস্য হোক।
আর নিয়মিত সদস্যা ১০ গুন বৃদ্ধি পাক......(সবাই বলি আমীন...)

১১

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

১২

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

thumbs_up

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: আমাদের প্রযুক্তি'কে অভিনন্দন

কোডার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা...উত্তরে বিলম্বের কারনে দুঃখিত। আসলে গত বেশ কিছুদিন ধরে এতো দৌড়ের উপরে আছি যে বেশির ভাগ সাইটেই ঢুকার সময় পাই না। নতুন কিছু লেখার সময়ও পাই না। কাল আবার লটবহর নিয়ে ঢাকায় যেতে হবে। sad