রহস্য মানব লিখেছেন:আমার কিছু প্রশ্ন ছিল 
উত্তর দেই নাই তখন, কারন মোবাইলে ছিলাম! বেশি বাংলিশ লিখলে আপনাদের পেট খারাপ হয়ে যেত! এমনতেই বাংলা বানান নিয়া আমি ঝামেলা করি বেশি! তাতেই সবার স্যালাইন লাগে!
যাক আপনার প্রশ্নের উত্তর!
প্রশ্নঃ ১: এই পমপমটা কি ?
উত্তরঃ পমপমের দিকে তাকায় থেকে যদি জিগাসা করেন পমপম কি??!! তাইলে আমি কি উত্তর দিব ঠিক বুঝতে পারছি না! আর ভেবে নেই তারপর জবাব দিব! বিজ্ঞদের পরামর্শ নিয়ে আমি পরে জানাব! আপাতত এর কোন কিতাবি সংজ্ঞা আমার জানা নাই!!
প্রশ্নঃ২: মূল ইনগ্রিডিয়েন্ট কি উল?
উত্তরঃ না, মূল ইনগ্রিডিয়েন্ট বলে এই ক্ষেত্রে কিছু নাই!
আপনি চাইলে সুতা দিয়ে করতে পারেন! চাইলে কাগজ দিয়ে করতে পারেন। এটা আপনার ইচ্ছা! টেকনিক একি সব!
উলের গুলো দিয়ে বেশি দেখতে পাচ্ছেন কারণ এই ছোটছোট বলগুলো উলের সুতা দিয়ে করলে সুন্দর ফুলে থাকে! আর কাপড়ের সাথে চাইলে সেলাই করে লাগানো যায়! আর খেলনা স্টাফ হিসাবেও ভাল! সহজে নষ্ট হয়ে না! + ওয়াশেবল।
পমপম অনেক রকমের হয়! কিছু ছবি দেখালে বুঝতে পারবেন!
১/ paper pompom

২/ cheereleader pompoms

৩। এই টাইপের বল আপনিও হইয়তো আপনার কোন পিচ্চি কারো জন্মদিনে ওয়ালে লাগাতে দেখেছেন! জাস্ট সেটা গ্লিটার পেপারের।

সো বোঝাই যাচ্ছে এই পমপম ইনগ্রিডিয়েন্ট অনেক! টেকনিক জানা থাকলে এখন যেটা দিয়ে বানান; বানানোর পর টিকে থাকলেই হইল!
I will get back to u with the ans of "WHAT is PomPom" Thanku!
মিলিপু লিখেছেন:বিলেটেড শুভ জন্ম দিন !! দাওয়াত না দিলে জানব ক্যামনে ???

থ্যাঙ্কু! বাট ন থ্যাঙ্কু!
এত লেট বার্থ উইশ নিমু না! 
কাপকেক খানা মজার ছিল! থ্যাঙ্কু থ্যাঙ্কু! 
তবে আমি বানায় দিমু না!
১০০০টাকা পাঠান বাকিতে কাজ করি না! নগদের টাকা আগে দিবেন!
এরপর আমি বানায় দিব! হাফ পেমেন্ট করলে হবে আগে!
এর থেকে ভাল ছবি আপুতে বলেন! উনি গিফট করতে পছন্দ করেন অনেক! 
দস্যু ভাইয়া লিখেছেন:চমৎকার দেখাইলেন।
বানাতে যতটা সহস মনে হচ্ছে আমার মনে হয় বানাতে গেলে এতোটা সহজ হবে না 
কঠিনও না!
একবার ট্রাই করে যদি সবাই পেরে যেত তাইলে সবাই "পণ্ডিত দ্যা গ্রেট" হইয়া যাইত!
কয়েকবার ট্রাই করলে আপনিও পারবেন!
আমারও এখন ভাল হবে না করতে গেলে! অনেক দিন হয় বানাই না এই গুলা!
স্কুলের ক্লাস পার্টির সময় এইগুলা বানাইছিলাম! সেইকোন আমলে!
তবে উলের থেকে কাগজ দিয়ে বেশি বানাইছি! উলের দাম তো অনেক! বাসায় আম্মা সোয়েটার বানাইলে এই উল কিছু আমার হাতে ধরায় দিত; যাতে উৎপাত না করি! তখন আম্মা শিখায় দিছে; হাতে পেচাও- গিট মারো- আর কাটো
তখন এটা পমপম; না ফমফম এটা জানতাম না আরকি! 
পোস্ট-টা মডারেটরদের কেউ বিবিধ দিয়ে দিলে ভাল হয়! ভুলে চারুকলায় দিয়ে ফেলেছি! এটা "চারু-কলা" না; "কারুকলা"র মধ্যের পড়ে!