টপিকঃ ওষুধপত্তর: এন্টিবায়োটিক

ওষুধপত্তর নিয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায়। ইনফ্যাক্ট জ্বর হলে কি অষুধ খেতে হয় সেটা পর্যন্ত ফোন করে শুনা লাগে আমার, নিজের কখনোই মনে থাকে না। তারউপরে, কোন বেলা, খাওয়ার আগে পরে বিশাল হিসেব নিকেশ পাকাতে হয়।
সবকিছু মিলিয়ে ওষুধপত্তর জিনিসটার উপরই আমার একপ্রকার বিতৃষ্ণা কাজ করে।

আর সেই বিতৃষ্ণা সবচাইতে বেশী এন্টিবায়োটিকের উপরে। বাজে একটা জিনিস। একবার খাওয়া শুরু করলে সেটা কোর্স শেষ করতেই হবে, না হলে কাজ করবে না। ২০১০ এর দিকে একবার মারাত্মক জ্বরে পড়লাম। ৭দিন এন্টিবায়োটিক খেতে হবে, আগে জানলে এন্টিবায়োটিক খেতাম না, জ্বরের ঘোরে আম্মা খাইয়ে দিলো, তারপর পালা করে ৭দিন খাওয়ালো। ৭দিন পর জ্বর শেষ হয়ে গেল কিন্তু আমার উঠে দাড়ানোর ক্ষমতা রইলো না। আরো ৭দিন শুয়ে থেকে শেষমেষ গায়ে একটু শক্তি ফিরেছিল।

যাইহোক, প্রশ্নগুলো সিলি হতে পারে, কিন্তু আমি উত্তরটা ঠিক জানিনা, জানলেও ভুলে গেছি।


- এই যে এন্টিবায়োটিক, এটা একবার শুরু করলে ফুল কোর্স শেষ করতেই হবে এইরকম বাধ্যবাধকতা কেন ?

- নিয়মমাফিক খেতে হবে, সকালে- রাতে। সকালের টা দেরী করলে সমস্যা কি ? 

- ৭দিনের মধ্যে এক বেলাও যদি বাদ যায়, আবার নতুন করে কোর্স শুরু করতে হয় ক্যানো ?

- এন্টিবায়োটিক, শরীরের রোগ-প্রতিরোধ করতে সাহায্য করার কথা। সেক্ষেত্রে শরীর দুর্বল হয়ে যাওয়ার সাথে এটার রিলেশন কিভাবে ?

-  কি কি ক্ষেত্রে কিংবা কোন কোন ক্ষেত্র বাদে এন্টিবায়োটিক ব্যাবহৃত হয় ?


পিএস: বাড়ি যাওয়ার আগে ডাক্তার এন্টিবায়োটিক দিয়েছিল। একবেলা মিস গেছে। (ঘুমিয়ে গেছিলাম)  ghusi

Re: ওষুধপত্তর: এন্টিবায়োটিক

আমি কোর্স কমপ্লিট না করে অফ করে দিয়েছি এরকম রেকর্ডই বেশি, ম্যাক্সিমামই খেয়েছি জ্বরের কারনে, দুদিন খেয়ে নগদে বাদ, শরীরের বারোটা না বাজানো পর্যন্ত এটা থামে না, তবে এখনো কোন ঝালেমা হয় নাই। বিটিডব্লিউ প্রশ্নগুলোর উত্তর আমারও জানা দরকার।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১০-১০-২০১৪ ১৬:২২)

Re: ওষুধপত্তর: এন্টিবায়োটিক

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১০-১০-২০১৪ ১৪:৪৯)

Re: ওষুধপত্তর: এন্টিবায়োটিক