টপিকঃ কুরিয়ার করে মোবাইল পাঠাইতে চাই
আমি OLX এ একটি মোবাইল বিক্রি করছি। যেখানে ক্রেতাকে আমার মোবাইলটি কুরিয়ার করে পাঠাতে হবে। ক্রেতার বাড়ি খুলনা। তাকে কুরিয়ার করে মোবাইল পাঠাতে গেলে কুরিয়ার সার্ভিসে কি টাকা দিতে হবে এটা পাঠানোর জন্য? আর কি পরিমাণ টাকা লাগতে পারে?