টপিকঃ Windows vista, 7,8,8.1,9,10

Windows vista,7,8,8.1,9,10.
মাইক্রোসফট কি শুরু করছে এইসব? উইন্ডোজ ভিস্টা বাজারে আসার পর ফ্লপ খেল, উইন্ডোজ ৭ এ বেশ লাভবান হল এবং কিছুদিন আগে ঘোষণা দিল ৭ এর আর কোন আপডেট আসবেনা, জানালা 8 এ এসে ব্যাপক ফ্লপ, জানালা ৮.১ এ আমেরিকানরা মাইক্রোসফট এর নামে চিঠি পায়ছে "Hi microsoft, please go to hell"
বুজতেই পারছেন জানালা ৮.১ এর কি অবস্থা। এবার শুনা যাচ্ছে জানালা ৯ আসতেছে। তবে জানালা ৯ রিলিজ না হতেই অভিযোগ উটছে তার এ্যাপস নিয়ে। এক ওয়েবসাইটে কেউ কেউ বলছেন "এই নিম্নমানের এ্যাপস দিয়ে কি হবে? বরং কম্পিউটারকে ধবংস করতে তৈরি করছে এইসব এ্যাপস" যাই হোক জানালা ৯ রিলিজ পেলে বোঝা যাবে। এবার শোনা যাচ্ছে জানালা ১০ আসবে। আমি জানিনা এটা কেমন হবে? তবে এতো আপডেট করে মাইক্রোসফট কি করতে চাচ্ছে? যতই আপডেট করছে ততই গ্রাহকের নাকানি চুবানি খায়তেছে। আশাকরি জানালা ১০ অন্তত জানালা ৭ এর মত গ্রহণযোগ্যতা পাবে।

Re: Windows vista, 7,8,8.1,9,10

Re: Windows vista, 7,8,8.1,9,10

জানালা ১০ এর নাকি ডেভ প্রিভিউ অলরেডি ছেড়ে দিয়েছে???

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Windows vista, 7,8,8.1,9,10