টপিকঃ ডাউনলোড করে নিন উদ্যোগ ও উদ্যোক্তা বিষয়ক একটি বই-আত্মকর্মসংস্থান
উদ্যোগ ও উদ্যোক্তা বিষয় দুটি একে অন্যের সাথে ওতপ্রেতভাবে জড়িয়ে রয়েছে। উদ্যোগ ছাড়া উদ্যোক্তার অস্তিত্ব নেই। আবার উদ্যোক্তা ছাড়া, উদ্যোগ এর কথা ভাবাই যায়না!
যারা এই বিষয় দুটি জানেন না, আসুন একটু সংক্ষেপে জেনে নেই।
উদ্যোগঃ ভবিষ্যতে লাভ বা মুনাফার আশায়, কোন কাজে রিস্ক আছে জেনেও, ঐ কাজে হাত দেয়াকে উদ্যোগ বলে। সংক্ষেপে, কোন কাজ করার আগ্রহ ও শুরু করাকেই উদ্যোগ বলে। তবে জাস্ট আগ্রহ ও শুরু করাকেই প্রকৃত উদ্যোগ এর খাতায় ফেলা যায় না! কারণ, এতে বিষয় জড়িত আরও কয়েকটি। আপনার শুরু করা বিষয়টি অবশ্যই যুক্তিসম্মত, সম্ভাব্য লাভজনক হতে হবে।
উদ্যোক্তাঃ আমরা তো উদ্যোগ এর বিবরণ পড়লাম। তাই, সংক্ষেপে বলতে পারি, যিনি উদ্যোগ নেন, তিনিই উদ্যোক্তা।
উদ্যোগ ও উদ্যোক্তা ...... এইসব জেনে আপনার লাভ কি ???
১- আপনি যদি নবীন বিজনেসম্যান হন, তবে এই জ্ঞান আপনার দক্ষতাকে আরও শাণিত করতে অবদান রাখবে।
২- আপনি যদি বেকার হন, তবে এই জ্ঞান আপনাকে শিখাবে কিভাবে উদ্যোগ গ্রহন করে, উদ্যোক্তা হয়ে, বেকারত্ব এর অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়।
৩- আপনি যদি প্রতিষ্ঠিত বিজনেসম্যান হন, তারপর ও আপনাকে এই জ্ঞান আরও দ্রুত সামনে এগুতে সাহায্য করবে।
৪- আপনি যদি কাউকে, নতুন বিজনেস স্থাপন, বিবেচ্য বিষয়... এইসব ক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চান, এই জ্ঞান আপনাকে পরামর্শ দিতে সহযোগিতা করবে।
কি কি পাবেন এই বই এ ?
ভেতরে যা আছে......
1. বরং নিজেই হই উদ্যোক্তা
2. সুযোগ নিজেকেই সৃষ্টি করতে হবে
3. সফলতার পথে- জন্মভাগ্যে কি সফলতা মেলে ?
4. উদ্যোক্তা পরিচয়
5. ক্যারিয়ারের জন্য বি’কনফিডেন্ট
6. উন্নতির ১০ গতি
7. সঠিক চিন্তা আর সফল উদ্যোগ
8. উদ্যোক্তা হতে চাও- ক্যামেরন
9. ঠিক করো কিভাবে নিজেকে সরণীও করে রাখবে-এপি যে আবদুল কালাম
10. সফলতার ১০ মন্ত্র
11. নতুন বিজনেসম্যানদের জন্য কিছু মার্কেটিং টিপস
12. সততা সাফল্যের মুল মন্ত্র-
13. নবীন উদ্যোক্তাদের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ
14. সফলতায় বিল গেটস এর ১২ নীতি
15. আপনার বিজনেস প্লানকে বাস্তবতায় রূপ দিন
16. বিজনেস প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল
17. ঝুঁকি নেয়ার বিকল্প নেই
18. কেন আপনি নিজস্ব বিজনেস শুরু করতে পারছেন না ?
19. বিজনেস শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন।
20. নতুন উদ্যোক্তাদের জন্য রজার হ্যারোপের ১০ টি পরামর্শ
21. উদ্যোক্তাদের জন্য দুটি বইয়ের সংক্ষিপ্ত অনুবাদ
22. পেশাগত সফলতার জাদুকাঁঠি
https://dl.dropbox.com/s/tu6k67r4uak95 … Q&dl=1
-----------------------------------------------
বিঃ দ্রঃ বইটি পড়ে যদি মনে হয়, এটি উপকারী এবং বেকারত্ব দূরকরণে ভূমিকা রাখতে পারে, তবে শেয়ার করতে ভুলবেন না! কারণ, এমন ও হতে পারে, এই বইটি একজন এর জন্য সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে অথবা, বিজনেস রিলেটেড চিন্তা ও ধ্যান-ধারণা উন্নতি করার ক্ষেত্রে অবদান রাখতে পারে।
বইটি যেই সাইট থেকে নেয়াঃ http://banglabookspdf.blogspot.com/
------------------------------------------
আরেকবার বিঃ দ্রঃ পোস্ট এর কোন অংশ নিয়ে সমস্যাবোধ হলে বলুন। সমস্যা ঠিক করে দেয়া হবে।