টপিকঃ ভর্তিপরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে।
ভর্তিপরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উচিত হবে এরপর থেকে সহজ প্রশ্ন করা। কয়েকটি সহজ প্রশ্নের নমুনা :
১. বাংলাদেশের রাজধানীর নাম কী?
ক) ঢাকা
খ) গুলিস্তান
গ) ধোলাইখাল
ঘ) ভুরুঙ্গামারি
২. তোমার বাবার নাম কী?
ক) জাস্টিন বিবার
খ) পিটবুল
গ) হানি সিং
ঘ) ওপরের কোনোটি নয়
৩. নুরুল ইসলাম নাহিদের মাথায় কয়টি চুল আছে?
ক) একটি
খ) একাধিক
গ) দুই বা ততোধিক
ঘ) এত্তগুলো
৪. নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকা কোনটি?
ক) সিলেট
খ) হাম্বানটোটা
গ) চেরাপুঞ্জি
ঘ) হনুলুলু
৫. নিচের কোন বাক্যটি মিথ্যা?
ক) সানি লিয়ন একজন কুমারী।
খ) ইভা রহমান আর কখনও গাইবেন না।
গ) নুরুল ইসলাম নাহিদের আমলে কোনো প্রশ্ন ফাঁস হয়নি।
ঘ) ওপরের সব কটি।
৬. ভর্তিপরীক্ষার প্রশ্ন কেমন হওয়া উচিত?
ক) সহজ
খ) কঠিন
গ) তরল
ঘ) বায়বীয়
৭. ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক) রংপুরে
খ) নারায়ণগঞ্জে
গ) বান্দরবানে
ঘ) ঢাকা ভার্সিটিতে
৮. কোন বুকে প্রশ্নপত্র পাওয়া যায়?
ক) টেক্সটবুকে
খ) চাঁদের বুকে
গ) ফেসবুকে
ঘ) উজবুকে
৯. কার মাথায় চুলের ঘনবসতি সবচেয়ে বেশি?
ক) আবুল হায়াত
খ) আবুল মাল আবদুল মুহিত
গ) নুরুল ইসলাম নাহিদ
ঘ) আরিফ খান জয়
১০. 'প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, নাহিদ চাচার এক আমলে সকল প্রশ্ন ফাঁস'— উক্তিটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) অনন্ত জলিল
গ) সৈয়দ মহসিন আলি
ঘ) আখতারুজ্জামান আজাদ