হৃদয়১ লিখেছেন:আমার দেখে যথেষ্ট ভালোই লাগলো। এই বিশেষ স্টাইলে শাড়ি পরায় ফ্যাশান শো টিতে জামদানি শাড়ির গুরুত্বটা একটু কমে গেছে বটে, তবে সেটা খারাপ কিছু না।
হৃদয় দা, এইটা বলতে পারলেন? কে কি পড়ল, এটাতে আমার কিছু যায় আসে না। এই শো-তে যদি এ সকল মডেলকে বিকিনি পড়ায়া হাজির করে তবুও আমি কিছু বলতাম না। কারণ, এই ধরণের শো আমি দেখি না। দেখার প্রয়োজনও মনে করি না। তবে, এই বিশেষ কায়দায় শাড়ি পড়ার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
ভেবে দেখুন, পুরুষদের একটা প্রতিযোগীতা হচ্ছে আর সেখানে আবহমান বাংলার ঐতিয্য লুঙ্গি আর গামছা পড়ায়া মডেলদের হাজির করা হল। বাট, একটু টুইস্ট আনতে লুঙ্গিটা মাথায় বেঁধে গামছা পড়ে মডেল-রা হাজির হলেন। তখনও কি এই সব নারীবাদীরা পুরুষবাদী হয়ে গিয়ে, যার যার ইচ্ছামত পোশাক পড়ার অধিকার আছে বলে চেঁচাতেন? সীমার ও একটা ফাইজলামো থুক্কু ফাইজলামোর ও একটা সীমা থাকে।

হুজুর কইছে, "কোরআন শরীফে আছে- তোমরা নামাজ থেকে বিরত থাক।" আমি তাই নামাজ পড়ি না। হুজুর যদি ইচ্ছা করে "অপবিত্র অবস্থায়" শব্দ দুটো বাদ দেয়, তার জন্য তো আমি দায়ী না।