টপিকঃ কটূক্তি করে গান : ৭ বছরের কারাদণ্ড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে গান রচনা করায় তন্ময় মল্লিক নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তন্ময়ের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।
বুধবার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক কে এন শামসুল আলম এই দণ্ডাদেশ দেন।
শীর্ষ নিউজ ডটকম/আনোয়ার/এসআর/একেএ - See more at: http://www.sheershanews.com/2014/09/24/ … n5jCP.dpuf
এই সব করে দুর্বলেরা , এখন যারা বেগম খালেদা আর জিয়াকে নিয়ে এইসব কটূক্তি করে তাদের কে এখন উৎসাহিত করা হচ্ছে, তাদের ভাবা দরকার জীবনে তারা যদি কখনো প্রধানমন্ত্রী হয়, তবে এই শাস্তি হতে পারে