Re: বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
Mr Amu ... দয়া করে এর পর থেকে বিবেচনা করে দেখবেন । এই বার কিছু বললাম না ।
কারে কি বলবেন রে ভাই...
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
Mr Amu ... দয়া করে এর পর থেকে বিবেচনা করে দেখবেন । এই বার কিছু বললাম না ।
কারে কি বলবেন রে ভাই...
শ্রাবন লিখেছেন:Mr Amu ... দয়া করে এর পর থেকে বিবেচনা করে দেখবেন । এই বার কিছু বললাম না ।
কারে কি বলবেন রে ভাই...![]()
কেহ মাইনাস খাওয়ার ভয়ে তাদেরকে কিছু বলেনা, তারা ২/৩ জনই কয়েক হাজার. তাদেরকে করুনা করতেও ঘিন্না লাগে তাই মানে মানে সরে পড়া ভালো
হাজারো ফোরামের ভিতর এই ফোরামটিকেই ভেবেছিলাম - স্বাধীন একটি ফোরামে, কিন্ত ভাবনা তো ভাবনাই, সকল ফোমামের সদস্যদের বলছি, আপনারা আমার পোস্ট দেখুন আর আমকে দেওয়া মাইনাস গুলো দেখুন, তবেই বুঝবেন এটা রাগের বশবর্তী হয়ে দেওয়া - ২/৩ জনের কাছে এই ফোরাম কি জিম্মি? তারা তাদের ইচ্ছা মত প্লাস মাইনাস দিয়ে চলেছে, সরকারীদলের বিরুদ্ধে কিছু লিখলেই মাইনাস, সেই ২/৩ জন যদি কেহকে মুরগা বলে তাকে মাইনাস দেওয়া হয় না, তারা যদি ব্যাক্তিগত আক্রমন করে তাদেরকে মাইনাস দেয়না, কেহ তাদেরকে মাইনাস দিলে উলটা তার মাইনাস অপসারন করা হয়, কারনে অকারনে তাদের জোটের একজন আরেকজনকে প্লাস দেয়
এর চেয়ে ভালো এই ফোরাম থেকে অন্য দলের সমর্থক সবাই অপমানিত হবের আগে চলে যাওয়া ...................তাই আমিও তাদের প্রতি তীব্র ঘৃনা জানিয়ে ফোরাম থেকে বিদায় নিলাম - আজ আমি যাচ্ছি কাল আপনাকেও জেতে হবে - আমাকে কি ব্যান করবে আমিই চলে গেলাম ঘৃনা জানিয়ে - এটা দলীয় ফোরাম
এর চেয়ে ভালো এই ফোরাম থেকে অন্য দলের সমর্থক সবাই অপমানিত হবের আগে চলে যাওয়া ...................তাই আমিও তাদের প্রতি তীব্র ঘৃনা জানিয়ে ফোরাম থেকে বিদায় নিলাম - আজ আমি যাচ্ছি কাল আপনাকেও জেতে হবে - আমাকে কি ব্যান করবে আমিই চলে গেলাম ঘৃনা জানিয়ে - এটা দলীয় ফোরাম
সিরাম কাজ করেছেন , বাই বাই
স্পাইডার ড্রাকুলা মাইনাস দিয়েছে
কারন দেখে হাসতেছি!
অনেকেই আছেন, যারা সম্মাননার অপব্যাবহার করেন
( তারা অনেকেই জানেন না সম্মাননা জিনিসটি আসলে কি?)
আপনার সাথে কিছুটা দ্বিমত পোষন করছি - একটি জায়গায় আর তা হলে - এই মঞ্চের সৃস্টি হয়েছে সরকার কাদের মোল্লাকে ফাসিঁর রায় দিতে পারে নি বলে, জনগন সরকারের এই রায়ের বিরুদ্ধেই মাঠে নামে, সরকার যদি ফাসিঁর রায় দিতো তবে তারা হয়তো মাঠে নামতো না, তারা মাঠে নেমেছে সরকারের দেয়া রায়ের বিরুদ্ধে - আবার সরকার তাদেরকে সমর্থনও জানায় -
সরকার রায় দেয় নাকি আদালত রায় দেয় ?
আপনি কি "আদালত=সরকার" এই সমীকরনে হিসাব করছেন ?
দেশের সকল বিভাগ সরকারের নিয়ন্ত্রনে নয় কি? আর এই আদালতের বিচারক, এটর্নী, এ্যাডভেটকেট, তদন্ত সবই তো সরকারের নিয়োগ প্রাপ্ত , অন্যভাবে বল্লে আদালতের রায়ের বিরুদ্ধে মন্তব্য করা আদালত অবমাননা নয় কি? আদালত তো রায় দেয় প্রমান দেখে !
অন্যভাবে বল্লে আদালতের রায়ের বিরুদ্ধে মন্তব্য করা আদালত অবমাননা নয় কি? আদালত তো রায় দেয় প্রমান দেখে !
এখানে রায়ের বিরুদ্ধে মন্তব্য করা হয়নাই , রায় পরিবর্তনের জন্য বলা হয়েছে , আর যেতেহু সরকার একটা পক্ষ ( যুদ্দাপরাধী বিচারের ) তাই তাদের আপিল করে এই রায়ের বিপক্ষে যুক্তি প্রমান দিয়ে নতুন রায়ের জন্য আন্দোলন করা হচ্ছে। আর আদালত উপযুক্ত প্রমানের কারনে কাউকে শাস্তি দিতে না পারলে বিবাদি পক্ষের আপীল করে নতুন করে প্রমান উপস্থাপন কি আদালত অবমাননা ?
আর ৭১ এ যাদের হত্যা করা হয়েছে তারা হল প্রমান , পারবেন তাদের এনে উপস্থিত করতে ? আর এই ঘটনা দেখেছে যারা তারাই মৃত , আর কপাল ফেরে কয়েকজন বেচে আছে যারা তখন পিচ্ছি ছিল। তারা কতটুকু মনে রাখতে পেরেছে সেটা চিন্তার ব্যাপার। কিন্তু তারা (রাজাকার) যে অপরাধ করেছে তার প্রমান ৪২ বছর ধরে টিকে আছে , যার ৫০%+ সাক্ষী সময়ের স্রোতে হারিয়ে গেছে ।
এখানে রায়ের বিরুদ্ধে মন্তব্য করা হয়নাই , রায় পরিবর্তনের জন্য বলা হয়েছে
সবার দাবি হচ্ছে "ফাসিঁ চাই" - আদালত ফাসিঁ কিভাবে দিবে , অন্য রায়ও তো দিতে পারে?
সবার দাবি হচ্ছে "ফাসিঁ চাই" - আদালত ফাসিঁ কিভাবে দিবে , অন্য রায়ও তো দিতে পারে?
সকল ক্ষমতার উৎস হল জনগণ , আর জনগণ ওদের বিরুদ্ধে আনা অভিযোগ দেখে মনে করছে তাদের ফাঁশিই হবে নুন্যতম শাস্তি।
ফাঁশি চাওয়ার মাধম্যে জনগণ রাজাকারদের বিরুদ্ধে অভিযোগ আনা পক্ষকে বলেতে চাচ্ছে যাতে সকল প্রমান উপস্থাপন করে তাদের(রাজাকার) বিরুদ্ধে আনা সকল সকল অভিযোগ প্রমানিত করতে আর এতে রায় ফাঁশি হওয়া ৯৯% শিউর।
জনগণ বিবাদী পক্ষকে বলেতে চাচ্ছে যাতে সকল প্রমান উপস্থাপন করে তাদের(রাজাকার) বিরুদ্ধে আনা সকল সকল অভিযোগ প্রমানিত করতে
আপনি ঠিকই বলেছেন,
এখানে বাদী পক্ষ কে? নিশ্চয় সরকার -
তবে, জনগের দাবি সরকারের বিরুদ্ধে !
কারন সরকার বা বাদী যদি প্রমান করতে পারতো তবে তাদের ফাসীঁ নিশ্চিত ছিলো - জনগনের প্রয়োজন ছিলো না রাজপথে নামার - ঠিক বলেছি কি ?
দেখুন আমি বাদী আর বিবাদী নিয়ে কনফিউজ , তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই ভালো ভাবে বুজতে পারছেন । কথা পেচাবেন না।
দেশের সকল বিভাগ সরকারের নিয়ন্ত্রনে নয় কি? আর এই আদালতের বিচারক, এটর্নী, এ্যাডভেটকেট, তদন্ত সবই তো সরকারের নিয়োগ প্রাপ্ত , অন্যভাবে বল্লে আদালতের রায়ের বিরুদ্ধে মন্তব্য করা আদালত অবমাননা নয় কি? আদালত তো রায় দেয় প্রমান দেখে !
।
ত্বাত্তিক ভাবে অাদালত অার সরকার দুটো সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠান, সংসদ বা অাইনসভা অাইন তৈরী করে, অাদালত অাইন প্রয়োগ করে, অাদালত সরকার কেও শাস্তি দিতে পারে, সরকার অাদালতের কাজে হস্তক্ষেপ করতে পারবেনা, তবে রায় পুনর্বিবেচনা করার অাপিল করতে পারবে, অাইন সংশোধন করতে পারবে।
amu লিখেছেন:শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন?
না , তবে তাদের উপস্থিতি লক্ষণীয় , এটা দোষের কিছু না , যারা যারা তাদের সমর্থন দিচ্ছে তাদেরি সেখানে উপস্থিতি লক্ষ করা যাচ্ছে , কেবল BNP আর জামায়াতে ইসলাম ব্যাতীত।
keno bhai aie bepare abar dimot ache naki??
দেখুন আমি বাদী আর বিবাদী নিয়ে কনফিউজ , তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই ভালো ভাবে বুজতে পারছেন । কথা পেচাবেন না।
প্যাচালাম কোথায়? যা বলছি তা আপনার কথার সাথে একমত পোষন করেই বলছি
আমরা তো টিভি দেখি - সংবাদও দেখি
গতকাল ১৮ দল মহাজোটের সরিক এরশাদ সাহেব বলেছেন, এইশাহবাগের আন্দোলনের কারেন মহাজোটের এই ভরা ডুবি
এটা ছিলো আ"লীগ ক্ষমতায় আসার কৌশল!!! এখন তা প্রামানীত।
বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
তা না হলে কোন আদর্শে তারা ৩টি ভাগে ভাগ হলো?
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
০.০৮০৪৯১০৬৫৯৭৯০০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৭৮৭০২০৫৩২৯৩২ টি কোয়েরী চলেছে