টপিকঃ কুমর পাড়ার গোরুর গাড়ী
কুমর পাড়ার গোরুর গাড়ী
রাস্তার ধারে দেবের বাড়ি ।
গাড়ী চালায় জিৎ
ঠেলা মারে প্রসেনজীৎ ।
হাট বসেছে শুক্র বারে
রাজ চক্রবর্তী বাজার করে ।
উচ্ছে বেগুন, পটল মুলো
সোহম বোনে ধামা কূল ।
সষে ছুলা, ময়দা-আটা
সুবশ্রীর মাথা- মোটা ।
দেব যখন চশমা পরে
পায়েল- কোয়েল চোখ মারে।
গান ধরছে পুকুর পারে।
সাল্মান খান ভিক্ষা করে ।