টপিকঃ হরতাল, শুরু হলো হরতাল
সরকারী দলের সকল নেতারা প্রতিদিন দুক্ষ করে বলেন বিএনপি বলেছিলো ঈদের পরে হরতাল দিবে কিন্ত দেয় নাই, এভাবে কত ঈদের পর পার হয়ে যাবে কিন্ত তারা হরতাল ঢাকবে না, অনেকে জোর করেই এই সব নেতারা শেষ পর্ন্ত বিএনপি থেকে হরতাল কেড়ে নিলোই জয় সরকারী দলের নেতারা
জামাতের ডাকে ৪৮ ঘন্টা হরতালের ২৪ ঘন্টা শেষ হলো শুরু হবে ২৪ ঘন্টা কিন্ত একটি গাড়িও পোড়ানো হলো না, আর বিএনপির হরতাল শুরুর সাথে সাথে গায়েবি ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন জ্বলে জ্বলে আর মামলা হয় বিএনপি হাজার নেতা সহ কেন্দ্রীয় নেতাদের নামে, কি চমৎকার
সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
শীর্ষ নিউজ ডটকম/মুক্তাদির/এএ/রুহা
- See more at: http://www.sheershanews.com/2014/09/20/ … okjaQ.dpuf