টপিকঃ কেডিই DE নিয়ে জিজ্ঞাসা?

LINUX এর কোন ডিস্ত্রোতে সব থেকে ভাল কাজ করে KDE?

আমার কাছে এই গুলো আছে

UBUNTU

LINUX MINT

FEDORA

OPENSUSE

Re: কেডিই DE নিয়ে জিজ্ঞাসা?

মনে হয়ে সুসি এটার সাথে তো কেডিই দেওয়া থাকে। তবে ভালো জিপিউ না থাকলে (~৫১২) ঠিক মজা পাওয়া যায় না। আমার কাছে অবশ্য জিনোমের সাথে কম্পিজ ভালো লাগতো। যদিও এরা ডিফল্ট কম্পিজ বাদ দিয়ে দিয়েছে sad

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: কেডিই DE নিয়ে জিজ্ঞাসা?

KDE + Ubuntu = Kubuntu

প্রফেশনাল লুক + সবার আগে আপডেট পেতে চাইলে ওপেনসুসে ব্যাবহার করতে পারেন। আর উবুন্টুর স্বাদ + সিমপ্লিসিটি পেতে চাইলে কুবুন্টু। ওপেনসুসে, লিনাক্স মিন্ট, ফিডোরা সবারই জিনোম আর উবুন্টু ভার্শন পাওয়া যায়। আমি সাজেস্ট করবো কুবুন্টু ব্যাবহার করতে। কেননা আমি তিনবছর যাবত এটাই ব্যাবহার করে চলেছি কোনরকম ক্র্যাশ ছাড়াই।

আমার G41 মাদারবোর্ডে ২ জিবি র্যামে কুবুন্টুই অস্থির চলতো, ইউনিটি বা জিনোম ৩ এর চেয়ে। কারণ এর প্লাগইন ও উইজেটগুলা আপনার পিসির পারফরমেন্স অনুযায়ী রান করে। যেমন ভাল কনফিগ হলে OpenGL 4 আর মোটামুটি পিসি হলে XRenderer দিয়ে চলে। আমার দেখা মতে কেডিই সবচেয়ে কাস্টমাইজেবল DE. এতে আপনি টাস্কবার, আইকন, উইন্ডো ডেকোরেশন, সকল টেক্সট কালার বদলে ফেলতে পারবেন ইচ্ছামত।

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত