টপিকঃ গেম
যদিও গেম খেলতে ভাল লাগে তথাপি গেম সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই।
আমার গ্রাফিক্স কার্ড সাউন্ড কার্ড কোনটাই নেই। এমতাবস্থায় কোন ধরনের গেম আম বাজার থেকে কিনে খেলতে পারব। আমার পছন্দ ফুটবল আর ক্রিকেট,রেসিং আর যুদ্ধ নিয়ে তৈরি গেম। আর হ্যা আমি ৭ ব্যাবহার করি। আশা করি উত্তর দেবেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা