Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
ঢাকা শহরে এরকম অনেক "ডোল" রাস্তাঘাটে ঘুরে বেড়ায়।
যাহোক, অনেক জায়গায় একে "গোলা" নামে ডাকে। ঐযে কথা আছে না, গোয়ালভরা গরু আর গোলাভরা ধান!
ভাল লাগল আপনার গ্রামীন সংস্কৃতি বিষয়ক পোস্টগুলা। বেস্ট অফ লাক
(উপরের কথায় ভুড়িদার কেউ মাইন্ড করবেন না প্লিজ। ভুড়ি নিয়ে মজা করলে শুনেছি তারা খুশি হন )
Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
"গোলা" হল সম্পূর্ণ আলাদা একটি বিষয়। এ নিয়ে পরে লিখব।
Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
আমরা টাইল বলি
ধন্যবাদ শেয়ার করার জন্য
Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
আপনার "হারিয়ে যাচ্ছে" টাইপের টপিকে একটা করে ঐ বস্তুর ছবি দিয়ে দিলে ভাল হত।
Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
আমি ছবি এড করতে পারিনা এই ব্লগে। বার বার অনুরোধ করেও কেও আমাকে সে বিষয়ে বিস্তারিত বলে দিচ্ছে না।
আমি কি ভাবে এই ব্লগে আমার লিখায় ছবি এড করব কেও কি বলে দিবেন।
Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
Re: ডোল-- হারিয়ে যাওয়া শস্য সংরক্ষণের জন্য বাঁশের তৈরি বড় আকৃতির পাত্র বিশ
এবার ছবি দিতে পাচ্ছি ভাই। ধন্যাবাদ