সর্বশেষ সম্পাদনা করেছেন হাজাম (১৬-০৯-২০১৪ ১৭:১৪)

টপিকঃ মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

একজন বাঙ্গালীর নামে একটা সড়ক বা চিপা গলি নামকরন করা হয়েছে এটা বাঙ্গালী হিসেবে গৌরবের, কিন্তু এখানেও দুই দল যেমন ছাগলামী করছে তা দেখে সম্ভবত ওরা নাকে খত দিয়ে নামটা প্রত্যাহার করে নিতে পারে। একদল বিশাল আনন্দঅনুষ্ঠান পালন করছে আর আরেক দল সিটির বিরুদ্ধে মামলা করে দিছে...প্রতিবাদ বিক্ষোভ করছে....আমরা আসলেই অদ্ভুত জাতি...।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

শুনলাম টেকাটুকা (ডোনেশন) দিয়ে নাকি নামকরন করেছে wink

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন বাংলারমাটি (১৫-০৯-২০১৪ ২২:৪৬)

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

হুজুর কইছে, "কোরআন শরীফে আছে- তোমরা নামাজ থেকে বিরত থাক।" আমি তাই নামাজ পড়ি না। হুজুর যদি ইচ্ছা করে "অপবিত্র অবস্থায়" শব্দ দুটো বাদ দেয়, তার জন্য তো আমি দায়ী না।

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (১৫-০৯-২০১৪ ১৯:৫৮)

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

সর্বশেষ সম্পাদনা করেছেন ছিন্নমূল (১৬-০৯-২০১৪ ১২:০৪)

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

হুজুর কইছে, "কোরআন শরীফে আছে- তোমরা নামাজ থেকে বিরত থাক।" আমি তাই নামাজ পড়ি না। হুজুর যদি ইচ্ছা করে "অপবিত্র অবস্থায়" শব্দ দুটো বাদ দেয়, তার জন্য তো আমি দায়ী না।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাজাম (১৬-০৯-২০১৪ ১১:৫২)

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

যে যাই বলূক জিয়াকে এই দেশের ৯৯% লোক ভালো বাসে, সে একজন মুক্তিযোদ্ধা আর শেখ মুজিব ৭ মার্চে এবারের সংগ্রাম বলে ২৫ শে মার্চ পাক সেনাদের কাছে রাজবন্দি হন, আর ফিরে আসেন ১৯৭২ সালে আর এই ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত দেশের মানুষ কি করেছে?  কিভাবে চলেছে তার খবর তকে নিয়ে ছিলো? গায়ের জোর দিয়ে অনেক কথা বলা যায়, ইতিহাস পরিবর্তন করা যায় কিন্ত বাস্তব মানে বাস্তবই, তবে শেখ মুজিবের দান কেহ অস্বিকার করতে পারবেনা, তেমনি জিয়ার দানকেও কেহ ভুলতে পারবে না, ১৯৭৫ এর পরে শেখ মুজিবের মৃত্যুর পর কোথায় ছিলো তার দলের নেতারা? বেশীর ভাগ নেতারাই ছিলো ভাগ নিয়ে ব্যাস্ত, মোশতাক কে ছিলো? তাদের দ;লের বাকি নেতারা কেহ একটি মিছিলও করতে পারেনি, সেই সময়ের আওয়ামীগ আর আজকের বিএনপির  মত অবস্থা হয়েছিলো কিন্ত কেন?সুতরাং অযথা জিয়ার সাথে মুজিবের তুলনা করবেন না, দু'জন দুজনের জায়গায় থাক তুলনার দরকার নেই

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে খেতাব প্রাপ্ত মুক্তি যোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তার নাম কনর করেন, আর আওয়ামীলীগ এসে জিয়ার নামের নাম ফলকটি ফেলে দেয়, জিয়ার নাম শুনলেই তাদের গাত্র জ্বালা করে, কেন এই গাত্র জ্বালা, তারা কেন জিয়াকে প্রতিদন্দি ভাবেন, বিএনপি যদি ২০ বৎসর পরও ক্ষমতায় আসে তখন বিএনপি যদি মুজিবের নামে করা সব কিছুর নাম বিতিল করে দেয় তখনতো শুরু হবে তাদের কান্না কিন্ত কেন? ইট মারলে পাটকের খেতে হয়, একদিন আগে আর পরে, আর এখনও যদি ভোট  হয় জিয়া পাবে ৯৫% ভোট আর মুজিবের দল পাবে ৫% ভোট তা তারা জানে, আর জানে বলেই তারা জিয়ার পেঝনে এভাবে লেগেছে, তারা জানে না তারা যত বেশি জিয়ার পিছনে লাগবে ততবেশী জিয়া জনপ্রিয় হবে, আর মানুষ সুযোগ পাবে তুলনা করার - এই সব নেতারা মুজিবের নামটা বিশ্ববাসির কাছে নস্ট করছে, তাকে বিভিন্ন জনের সাথে তুলনা করে

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

১০

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

১১

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

১২

Re: মহানায়ক জিয়ার নামে রাস্তার উদ্বোধন

কুভ  ভাল খবর জয় বাংলা