টপিকঃ পৃথিবী সম্পর্কে ৫০টি অবিশ্বাস্য তথ্য(ইনফোগ্রাফিক)
ছবিটি বড় করে দেখেতে ক্লিক করুন http://i2.wp.com/geekdad.com/wp-content … earth3.jpg
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » পৃথিবী সম্পর্কে ৫০টি অবিশ্বাস্য তথ্য(ইনফোগ্রাফিক)
ছবিটি বড় করে দেখেতে ক্লিক করুন http://i2.wp.com/geekdad.com/wp-content … earth3.jpg
এটা কাল সমালোচক দিয়েছিলো না , পরে রাতে বাসায় গিয়ে দেখি নাই
।
চমৎকার! অনেক তথ্য!
চমৎকার! অনেক তথ্য!
ডাইনোসরের মতো প্রাণী বড় না হওয়ার কারণটি ঠিক বুঝলাম না। বাংলায় বুঝিয়ে দিলে ভালো হতো।
সদস্য_১ লিখেছেন:চমৎকার! অনেক তথ্য!
ডাইনোসরের মতো প্রাণী বড় না হওয়ার কারণটি ঠিক বুঝলাম না। বাংলায় বুঝিয়ে দিলে ভালো হতো।
ব্যাপারটা আমার কাছেও পরিস্কার না। ধারনা করা হয় উচ্চ অক্সিজেনের সরবারহ হলে শরীরে কোষের গঠন দ্রুত হয়। শরীর বড় হওয়ার অন্যতম প্রতিবন্ধকতা হল সারা শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ বজায় রাখা। প্রানীর ফুসফুস সাধারনত এতো অক্সিজেন সরবরাহ করতে পারেনা।
কিছুদিন আগে এরিজোনা স্টেট ইনিভার্সিটির কিছু গবেষক, পরিক্ষাগারে উচ্চ মাত্রা অক্সিজেন সরবারহ করে এক প্রজাতীর ঘাস ফরিং কে ১৫ সতাংশ বড় করতে সক্ষম হয়েছেন। তবে এটা অন্যান্য বড় প্রানী যেমন ডাইনোসরেরর জন্য প্রযোজ্য কিনা তা পরিস্কার নয়।
ইফোগ্রাফির সব কিছু আক্ষরিক ভাবে নেয়ার কিছু নেই। ডাইনোসরের বেশী অক্সিজেন পাওয়ার রহস্য বাতাসে বেশী অক্সিজেন না অপেক্ষাতর ভাল ফুসফুস তা এখোনো অমিমাংমশীত। কারন পাখি বা ডাইনোসরের ফুসফুস ব্যাবস্থা স্তন্যপায়ীদের তুলনায় এমনিতেই উন্নত। মানুষ শুধু নিশ্বাস নেয়র সময় অক্সিজেন সংগ্রহ করে। অন্য দিএক পাখি অক্সিজেন সংগ্রহ করে নিশ্বাস নিতে এবং ছাড়তে দুভাবেই।
দারুণ! অনেককিছু জানতে পারলাম।
খুবি ইন্টারেস্টিং তো
ঠিকমত তো চোখেই দেখা যায় না, এত ছোট লেখা পড়ে ক্যামতে???
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » পৃথিবী সম্পর্কে ৫০টি অবিশ্বাস্য তথ্য(ইনফোগ্রাফিক)
০.০৫৪২১৬১৪৬৪৬৯১১৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৯২০২১৭৩০৯৬৬৩ টি কোয়েরী চলেছে