Re: মাটি বাবা'র বিয়ে
আরণ্যক লিখেছেন:নিজের ঠিক নাই অন্য পিউর কিনা সেই চিন্তা।
আজকাল অভার্জিন ছেলেরাও পিউর মেয়ে খুজে। নিজেরা এক মেয়েকে আনপিউর বানিয়ে নিজে পিউর মেয়ে খুজে। হিপোকৃসি এট ইটস বেস্ট
সত্যি।
সমস্যা হচ্ছে ছেলে বহুগামী হলেও সমাজ তাকে খারাপ বলে না। নারী বহুগামী হলে বেশ্যা, পতিতা সহ সব ধরনের বিশেষন জুড়ে দেয়া হয়।
এইতো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে উত্তরাতে ফুর্তি করে আসলো। আমাকে বলে, যাবি নাকি পার্টিতে? আমি বলি, ***জাদা তুই এইসব করিশ আংকেল, আন্টি জানলে কি ভাববে বলতো দেখি। কে শোনে কার কথা।
আবার, ফার্ষ্ট ইয়ারে থাকতে ক্লাসে ছিলো এক বোরখাওয়ালী। আমরা বলতাম, কি ব্যাপার, বোরখা পড়ে আছো কেনো? চেহারাওতো দেখা যায় না। সে কি লেকচার দেয়া শুরু করতো কিন্তু সে যার সাথে প্রেম করতো সে ইস্ট ওয়েস্টে পড়তো। খুবই আল্ট্রা মর্ডান ছেলে। মেয়েটা নাকি পরিবারের চাপে বোরখা পড়ে ক্লাস করতো। কিন্তু মজার ব্যাপার হলো ক্লাসের সময় বলতো, আজকে ক্লাস বাংক করতে হবে। তার বয়ফ্রেন্ড ওয়েট করছে। ক্লাস শেষে বোরখা খুলে পার্টিতে যেতো বয়ফ্রেন্ডের সাথে।