টপিকঃ কম্পিউটার বিয়য়ক আইডিয়া
আমি ফটোসপ,ওয়ার্ড,এক্সেল,এইচটিএম এল,গ্রাফিস্ক্স ডিজাইন,গান,মুভি ও গেম খেলার জন্য প্রসেসর ও মাদারবোর্ড কিনতে চাই।
আমার বাজেট ১৫,৫০০ টাকা।
আমার পছন্দের তালিকায় প্রসেসর হিসেবে রাখছি Core i3 । তবে আমি একটা জিনিস জানতে চাই ক্লোক স্পিড/গেগা হার্জ এর উপড় প্রসেসর কিনবো নাকি প্রজন্মের উপড় (যেমন কিছু প্রসেসর আছে কোর আই ৩ এর যাদের স্পিড ২.৯০ আবার ৩.০৬-৩.৬০)(আবার কিছু প্রসেসর আছে যেটা ৪র্থ প্রজন্মের কিন্তু স্পিড ২.৯০ এবং ৩য় প্রজন্মের ৩.৬)।
এক্ষেত্রে কি করবো।
মাদারবোর্ডে জন্য বাজেট রাখছি ৫,৫০০ এবং প্রসেসর এর ৯,৫০০/১০,০০০
৫,৫০০ এর মাঝে গিগাবাইটের কোন সিরিজের মাদারবোর্ড ভালো হবে একটু জানান।