টপিকঃ ফুটবল খেলা।
,,,ফুটবল,,, নাম শুনলেই যেন হাজার মানুষের ভিড় জমে যায়। গত কাল রাজশাহীর কাকন হাটেও কমতি ছিল না মানুষের। সেখানে আয়োজন করা হয়েছিল 16টি দলের ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম পুরস্কার হিসাবে ছিল 20হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে ছিল 14হাজার টাকা। 16টি দলের হয়তো নাম মনে রাখতে পারিনি কিন্তু খেলা গুলো দেখেছি। প্রথম দিন 8টি দলের খেলা হয় এবং সেখান থেকে একটি দল ফাইনালে ওঠে। দ্বিতীয় দিন বাকি 8 দলের খেলা হয় এবং একটি দল ফাইনালে ওঠে। দ্বিতীয় দিনেই ফাইনাল খেলা সম্পন্ন হয়। নিলফামারী বনাম চব্বিশ নগর এই দুই দল ফাইনাল খেলে এবং চব্বিশ নগর 2-0 গোলে জয় লাভ করে। আসতে আসতে সন্ধ্যা নেমে এলো, বাড়িতে চলে এলাম।