Re: শূয়োরের মাংস স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর?
আল-কোরআনে আল্লাহ পাক শূকরের মাংস হারাম ঘোষনা করেছেন কিন্তু কেনো হারাম সেটা আল্লাহ বলেন নি। শুধু বলেছেন, এই এই খেয়ো না, শূকরের মাংস খেয়ো না। কেনো হারাম সেটা আমরা পাই বাইবেলে। যেহেতু দুই গ্রন্থেই শূকর হারাম তাই ধরে নিলাম বাইবেলেই আল্লাহ এর ব্যাখ্যা দিয়েছেন।
ইসরায়েলের লোকদের বলো: এই সমস্ত জন্তু তোমরা আহার করতে পারো|
যে সব জন্তুর পাযের খুর দুভাগে ভাগ করা, সেইসব জন্তু যদি জাবর কাটে তা হলে তোমরা সেই জন্তুর মাংস খেতে পারো|
কিছু জন্তু আবার জাবর কাটে কিন্তু তাদের পাযের খুর দু’ভাগ করা নয, তোমরা সে সব জন্তু খাবে না| উট, পাহাড়ের শাফন এবং খরগোশ হল সেই রকম| তাই তারা তোমাদের পক্ষে অশুচি|
অন্য কিছু জন্তুদের পাযের খুর দু’ভাগ করা, কিন্তু তারা জাবর কাটে না, ঐসব জন্তু খাবে না| শূকর সেই ধরণের, সুতরাং তারা তোমাদের পক্ষে অশুচি|
ঐসব প্রাণীর মাংস খাবে না| এমনকি তাদের মৃত দেহও স্পর্শ করবে না, তা তোমাদের পক্ষে অশুচি|