সর্বশেষ সম্পাদনা করেছেন হাজাম (০৩-০৯-২০১৪ ১২:০৩)

টপিকঃ চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

আমার বেশ কিছু দিন পুর্বে মস্তিক্সে রক্ত ক্ষরন হয়েছিলো, পরে চিকিৎসার পর সুস্থ হই, কিন্ত শরীরের ডান সাইড প্যারালাইসেজ হয়ে যায়, তার পার আস্তে আস্তে চিকিৎসা এবং ফিজিও থেরাপী নেবার পর সুস্থ হয়ে উঠি, এখন প্রায়ই আমার খিচুনি উঠে, পরো শরীর অবশ হয়ে যায়, পরে আস্তে আস্তে সেরে যায়, বাংলাদেশ অনেক ডাক্তার দেখিয়েছি কেহ কিছু বলতে পারছে না, তাই আমি ভারতের কোন ডাক্তার দেখাতে চাই, এই ব্যাপারে উপদেশ সহ ডাক্তারের ঠিকানা সহ সহায়তা করবেন কি?

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

মস্তিস্কে রক্তক্ষরণ এর জন্য আপনি ভারত না গিয়ে সিঙ্গাপুর এ যেতে পারেন। ওখানে চিকিৎসা সেবা দারুন । চাইলে ওখানকার ডাক্তার এর ঠিকানা আর এ মেইল দিতে পারি

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

সেখানে খরচ কেমন পড়বে, দয়া করে জানাবেন আর ঠিকানা আর মেইল দিবেন, আমার মতে ভারত হলে খরচ কম পড়বে আর সিঙ্গাপুরে ভিসা পাবো কিভাবে?

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

আপনার রেফারেন্সে আমি টেলিফোন করেছি এবং অমীত সাহেবের সাথে কথা বলেছি, কথায় তো মনে হলো অনেক খরচ পড়বে, আগামী কাল দেখা করতে বলেছে ,

কারো কাছে ভারতে কোন ঠিকানা থাকলে দিবেন

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

আমি গিয়েছিলাম ২০০,০০০ টাকা খরচ হবে বলেছে, আর রব ভাইয়ের সাথে আমি আপনার রেফারেন্সে কথা বলবো

ভারতে কোন কোন এলাকায় শুনেছি চিকিৎসা খরচ কম, সেই সব ঠিকানা জানলে একবার ঘুরে আসতাম

১০

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১১

Re: চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?

আমি তো ডাক্তার দিন মোহাম্মাদের অধীনে চিকিৎসাধীন ছিলাম, একন ভারতের কোন স্থানে দেখাতে চাই,

মিলি আপাকে ধন্যবাদ, আমি আপনার রেফারেন্সে রব ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি কাগজ পত্র নিয়ে দেখা করতে বলেছেন