টপিকঃ চিকিৎসা বিষয়ে সহায়তা করবেন কি?
আমার বেশ কিছু দিন পুর্বে মস্তিক্সে রক্ত ক্ষরন হয়েছিলো, পরে চিকিৎসার পর সুস্থ হই, কিন্ত শরীরের ডান সাইড প্যারালাইসেজ হয়ে যায়, তার পার আস্তে আস্তে চিকিৎসা এবং ফিজিও থেরাপী নেবার পর সুস্থ হয়ে উঠি, এখন প্রায়ই আমার খিচুনি উঠে, পরো শরীর অবশ হয়ে যায়, পরে আস্তে আস্তে সেরে যায়, বাংলাদেশ অনেক ডাক্তার দেখিয়েছি কেহ কিছু বলতে পারছে না, তাই আমি ভারতের কোন ডাক্তার দেখাতে চাই, এই ব্যাপারে উপদেশ সহ ডাক্তারের ঠিকানা সহ সহায়তা করবেন কি?