টপিকঃ একজন প্রজন্মানুরাগী হারিয়ে গেল
অনেকদিন পর ফোরামে লিখছি। এরকম বিষয় নিয়ে লিখতে হবে ভাবিনি।
আমরা ৩ জন মিলে একসময় রাবি'র শহীদ মিনারে বসে জেনেক্স নামক একটা উদ্যোগের জন্ম দেই। তার একজন হল এ ফোরামের সদস্য khokongeo।
আমাদের সেই উদ্যোগের উল্লেখযোগ্য কোন সাফল্য নেই। কিন্তু তারই ধারাবাহিকতা আমরা প্রজন্ম ফোরাম চালু করি।
প্রজন্মের প্রতি তার ভালোবাসা কম ছিলনা। এ ফোরাম ব্যবস্থাপনার সময় তিনি সবসময় আমাকে প্রেরণা যুগিয়েছেন। ২০০৯ সালের ৫ই সেপ্টেম্বরে তিস্তার পাড়ে তিনি প্রজন্মের নাম লিখেন। সে লেখা হয়তো অনেক আগেই হারিয়ে গেছে। কিন্তু মানুষটি আজকেই বিদায় নিলেন চিরতরে। আবারো সড়ক দূর্ঘটনায় ঝরলো আরকেটি প্রাণ।
(কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পড়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। দুজন যাত্রীর মধ্যে তিনিও চলে যান কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর)
সবাই তার মাগফেরাতের জন্য দোয়া করবেন।
একটু চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
what to do?