টপিকঃ গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

আগে কখনো নাম শুনি নাই , তবে আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে খেলাটা অনেক মজার
একদিন ট্রায় করে দেখব

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

সারা দেশে এরকম অনেক খেলা ছড়িয়ে-ছিটিয়ে আছে। সেগুলো একত্র করার উদ্যোগ নিলে মন্দ হয় না।

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

খেলাটা কিছুটা মনে পরছে।  confused তবে এত ব্রিফলি কখনও খেলা হয় নাই।

কলমে কালি নাই....

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

চড়ুই পাখি বারোটা
ডিম পেড়েছে তেরোটা
একটা ডিম নষ্ট
চুড়ুই পাখির কষ্ট
এটাও মনে হয় বলতাম

সুন্দর শেয়ার

সর্বশেষ সম্পাদনা করেছেন ছিন্নমূল (২৪-০৮-২০১৪ ১৯:৪৩)

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

গোল্লা ছুট, ছি বুড়ি , ডাং গুলি , সহ অনেক খেলা আগে আমরা খেলেছি যা এখন আর দেখা যায় না

ছিন্নমূল ভাই ঠিকই বলেছেন ভারতে হাডুডুকে জনপ্রিয় করে তুলছেন, কোন একটি চ্যানেলে আমি প্রায়ই দেখি তাদের হাডুডু খেলার টুর্নামেন্ট গুলি, প্রচুর দর্শক হয় সে খেলায়, আর এতে সৃস্টি হচ্ছে নতুন নতুন প্লেয়ার

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

ছোটকাল অনেক খেলেছি big_smile
উত্তর ঘরের পাকা বারান্দা ছিল বৃষ্টির দিনে আমাদের খেলার জায়গা।
আমাদের এদিকে এর নাম ছিল ইচিং বিচিং ।
এছাড়াও চার কইট্টা (ঘুটি) ,তিন কইট্টা (ঘুটি) ,খেজুর কইট্টা, লবঙ্গ - সিঙ্গারা ,কত রকমের খেলা ,কত রকমের ছড়ায় খেলেছি তা আজ আর দেখা যায়না sad

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

১০

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

অগে এমন অনেক মজার খেলাই ছিলো, যা এখনকার কেহ নামই শুনে নাই, এখনকার সবাই ফেবু ছাড়া আর কোন কিছুই আর কিছূ করার নেই

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (৩১-০৮-২০১৪ ০৩:০৫)

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা। wink

আর একটা,

আকাশ থেকে নেমে এল ছোট্ট একটি
সেই  প্লেনে বসে ছিল ছোট্ট একটি মেম
তাকে আমি জিগাস করলাম 
what is ur name
সে আমাকে উত্তর  দিল
মাই নেম  ইজ সুচিত্রা সেএএন wink wink আর

ছবিপু ত বলে দিলেন একটা।   এটা হারায় জায় নাই।আমি এখনও ভাতিজির সাথে খেলি।  আর অনেক আছে এমন ছড়া কেটে কেটে খেলি আমরা।   love love

১২

Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০১

সব্বাইকে ধন্যবাদ।

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ