আপনাদের সবারই এই সমস্যা ? 
যেরকম বর্ননা দিচ্ছেন সেটা হচ্ছে "স্লিপ" বা "হাইবারনেট" মোডের সিম্পটম।
স্লিপ মোডে সবকিছু র্যামে সেভ করে রেখে পিসি ঘুমিয়ে যায়, বাদবাকি জিনিসগুলো অফ থাকে। সেক্ষেত্রে মনিটর আগে বন্ধ হয়ে যেতে পারে। হাইবারনেট মোডে, পুরা র্যাম ডেটা ডিস্কে সেভ করে সমস্ত সিস্টেম ঘুমিয়ে যায়। চালু করলে পড়ে নতুন করে চালু হওয়ার বদলে লাস্ট ওয়ার্কিং স্টেট থেকে রিজিউম করে।
আপাতত, আপনাদের যেটা হচ্ছে সেটার একমাত্র ব্যাখ্যা দিতে পারে "ফাস্ট বুট"
উইন্ডোজ এইট থেকে ফাস্টবুট নামে একটা ফীচার আছে। এটা পিসিকে শাটডাউন করলেও কার্নেলকে হাইবারনেট করে রাখে। কাজেই আপনি শাটডাউন করলেও কার্নেল একচুয়ালী হাইবারনেট হয়ে থাকে। আবার চালু করলে কার্নেল আর নতুন করে লোড হয় না। লাস্ট মোড থেকেই রিস্টোর করে কাজ শুরু করে।
মূলত স্টার্টআপ দ্রুত করার জন্য এই ফীচার।
এখন হতে পারে, কার্নেল আপটাইমকেই সিস্টেম আপটাইম হিসেবে কাউন্ট করা হয়, সেক্ষেত্রে লাস্ট কার্নেল রিফ্রেশ হওয়ার পর থেকে টোটাল আপটাইম == সিস্টেম আপটাইম হওয়ার সম্ভাবনা থাকে।
দ্বিতীয়ত, ডেপেন্ডিং অন কার্নেল, শাটডাউন টাইম হতে সময় লাগতে পারে।
তৃতীয়ত, মনিটর আগে পড়ে অন অফ হওয়াটা সমস্যা না। প্রসেসর সবার শেষে কুইট হয়, তার আগে যে কোন ডিভাইসই প্রায়োরিটি আর লোড হিসেবে আগে বা পড়ে রিলিজ হতে পারে।