টপিকঃ Windows 8

Windows 8 এ ২ টি সমস্যায় ভুগতেছি।
১) কম্পিউটার টার্ন অফ করলে মনিটর আগে অফ হচ্ছে এবং ৬-৮ সেকেন্ড পর পিসি অফ হচ্ছে। (সমাধান চাই)

২) ধরুন আমি ৪ ঘন্টা পিসি চালিয়ে অফ করে দিলাম। এরপর যদি পরবর্তীতে আবার পিসি অন করি তবে সেই ৪ ঘন্টার পর থেকেই কাউন্ট শুরু হয়। মানে Task manager এ গেলে দেখায় your pc has been running 0:4:1 (4 hour 1m). অথচ আমি পিসি ১ মিনিট আগে চালু করেছি। তাহলে পিসি কেন বলছে ৪ ঘন্টা ১ মিনিট পিসি চলছে? (সমাধান চাই)

Re: Windows 8

১ নংটা কোনো সমস্যা বলে তো মনে হয় না।
প্রায় ১ বছর আমি ৮ ব্যবহার করছি, আমার মনিটর তো আগেই অফ হয়।

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: Windows 8

২য় সমস্যাটা কি আপনার হয়?

Re: Windows 8

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (৩০-০৮-২০১৪ ২০:৪২)

Re: Windows 8

১নং সমস্যাটা আমার আরও বেশি। কোন কোন সময় ১০-১৫মিনিট কিংবা এর বেশিও লাগে।
কারেন্ট চলে গেলে পিসি শাটডাউন দিলে UPS চার্জ ফুরিয়ে যায় ,অনেকসময় তাও পিসি অফ হয়না sad

Re: Windows 8

আপনাদের সবারই এই সমস্যা ?  hmm
যেরকম বর্ননা দিচ্ছেন সেটা হচ্ছে "স্লিপ" বা "হাইবারনেট" মোডের সিম্পটম।
স্লিপ মোডে সবকিছু র্যামে সেভ করে রেখে পিসি ঘুমিয়ে যায়, বাদবাকি জিনিসগুলো অফ থাকে। সেক্ষেত্রে মনিটর আগে বন্ধ হয়ে যেতে পারে। হাইবারনেট মোডে, পুরা র্যাম ডেটা ডিস্কে সেভ করে সমস্ত সিস্টেম ঘুমিয়ে যায়। চালু করলে পড়ে নতুন করে চালু হওয়ার বদলে লাস্ট ওয়ার্কিং স্টেট থেকে রিজিউম করে।

আপাতত, আপনাদের যেটা হচ্ছে সেটার একমাত্র ব্যাখ্যা দিতে পারে "ফাস্ট বুট"
উইন্ডোজ এইট থেকে ফাস্টবুট নামে একটা ফীচার আছে। এটা পিসিকে শাটডাউন করলেও কার্নেলকে হাইবারনেট করে রাখে। কাজেই আপনি শাটডাউন করলেও কার্নেল একচুয়ালী হাইবারনেট হয়ে থাকে। আবার চালু করলে কার্নেল আর নতুন করে লোড হয় না। লাস্ট মোড থেকেই রিস্টোর করে কাজ শুরু করে।
মূলত স্টার্টআপ দ্রুত করার জন্য এই ফীচার।
এখন হতে পারে, কার্নেল আপটাইমকেই সিস্টেম আপটাইম হিসেবে কাউন্ট করা হয়, সেক্ষেত্রে লাস্ট কার্নেল রিফ্রেশ হওয়ার পর থেকে টোটাল আপটাইম == সিস্টেম আপটাইম হওয়ার সম্ভাবনা থাকে।
দ্বিতীয়ত, ডেপেন্ডিং অন কার্নেল, শাটডাউন টাইম হতে সময় লাগতে পারে।
তৃতীয়ত, মনিটর আগে পড়ে অন অফ হওয়াটা সমস্যা না। প্রসেসর সবার শেষে কুইট হয়, তার আগে যে কোন ডিভাইসই প্রায়োরিটি আর লোড হিসেবে আগে বা পড়ে রিলিজ হতে পারে।

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (৩১-০৮-২০১৪ ০০:৫৬)

Re: Windows 8

ফাস্টবুট অপশনটা আসলে কাজের জিনিস। বুটটাইম অনেকখানি কমায়। তারপরেও টাস্ক ম্যানেজারে একুরেট টাইম সো করানো জদি জরুরী হয়ে থাকে তাহলে নিন্মরুপে এটা ডিসেবল করতে পারেন

Control Panel -> Power OPtions-> "Choose what the power buttos do" (on the left menu) -> remove check on "Turn on Fast startup"

Re: Windows 8

Thnx