টপিকঃ মোবাইল আনলক করতে কত টাকা লাগে?
আমি ইবে হতে একটা মোবাইল কিনার পরিকল্পনা করছি।অইখানে বাজেট এর মধ্যে মোবাইল গুল(G2,S3) সব লক করা USA mobile operator er ।চিন্তা করেছি যে যদি আনলক এর খরচ কম হয় তাহলে একটা মোবাইল এখন আনি পরে হাতে টাকা আসলে আনলক করে নিব যেহেতু গুলিস্তান মোবাইল মার্কেটে সব দোকানে লেখা এইখানে লক খুলা হয় আমার ধারনা এইটা করতে তেমন খরচ হবে না।আপ্নাদের পরামর্শ চাচ্ছি
G2 এর digitizer ঠিক করতে কত লাগতে পারে?