টপিকঃ যিনি ততটা সম্মান পেলেন না
এই গানটির কন্ঠ- রেশমা, যিনি একবর্নও লেখাপড়া যানতেন না,
না ছিলো তার কোনো সঙ্গীত শিক্ষা, অ-বিভক্ত ভারত-পাকিস্থান এর, রাজস্থানে এক বানজারা জনগোষ্ঠীতে (gypsy) তার জন্ম। ভাগ হওয়ার পর তিনি তার পরিবারসহ পাকিস্থানে চলে যান। কিন্তু তার গানের গলা শুনে, কোনো এক শিল্পীর(সম্ভঃবত) ভালো লেগে যায়, তিনি তখন রেডিওতে গান গাওয়ার সুযোগ করে দেন, তারপর থেকে রেশমাজীকে পিছনে তাকাতে হয়নি।
গতবছর তিনি ক্যান্সারে মারা যান। রেখে যান অনেক ভালো ভালো গান।
তার একটা মন ছুয়ে যাওয়া গান যেটা কিনা ... হিন্দি মুভি "হিরো"তে ব্যবহার করা হয়েছিলো।তার নিজের কন্ঠে
এইটা অরিজিলান গান
আর একটা মন ছুয়ে যাওয়া গান যেটা ... হিন্দি মুভি "ববি"তে ব্যবহার করা হয়েছিলো।- এখানে লতাজী
অরিজিলানটা এখানে