Re: মেগা টপিকঃ সফটওয়্যার,গেমস,বুকস এন্ড টিউটোরিয়ালস প্রমোশনস+গিভএ্যওয়েস!
আশিফ শাহো লিখেছেন:এন্টিভাইরাস এইডা কি জিনিস
একটু কস্ট করে এই টপিকটি পড়ে দেখতে পারেন। জানা থাকলে দোষ কি বলেন?
![]()
That's too cool bro :v
@আশিফ ভাই ট্রলড :v
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » মেগা টপিকঃ সফটওয়্যার,গেমস,বুকস এন্ড টিউটোরিয়ালস প্রমোশনস+গিভএ্যওয়েস!
আশিফ শাহো লিখেছেন:এন্টিভাইরাস এইডা কি জিনিস
একটু কস্ট করে এই টপিকটি পড়ে দেখতে পারেন। জানা থাকলে দোষ কি বলেন?
![]()
That's too cool bro :v
@আশিফ ভাই ট্রলড :v
ইএ এর অরিজিনস এ অন দ্যা হাউস অফারে অগাস্ট ৫ পর্যন্ত Peggle গেমটি ফ্রি পাওয়া যাচ্ছে।
গেমটির লিঙ্কের জন্য ধন্যবাদ।
টপিকটিতে সফটওয়্যার, গেমস, বই এই তিনটিই অ্যালাও হলে খুব ভালো হয়।
টপিকটিতে সফটওয়্যার, গেমস, বই এই তিনটিই অ্যালাও হলে খুব ভালো হয়।
টাইটেল আপডেট করলাম কিন্তু এখন টপিকের বিভাগটাও তো মনে হচ্ছে চেঞ্জ করা দরকার
ছায়ামানব লিখেছেন:একটু কস্ট করে এই টপিকটি পড়ে দেখতে পারেন। জানা থাকলে দোষ কি বলেন?
![]()
That's too cool bro :v
@আশিফ ভাই ট্রলড :v![]()
হাহ!
এভাবে চোর ধরলে তো চোর আদালতে যাওয়ার আগেই হার্ট এটাক করবে
প্রতিটা পোস্টের সাথে সফটঅয়ার গুলোর "ফেসবুকে নাইকা হই" মার্কা (মানে এট্রাক্টীভ) স্ক্রিন শট দিয়েন। আমরা যারা টেকনুলুজির আলো থেকে বহু দূরে তারা যেন চেহারা দেখে ভরসা পেয়ে ইন্সটল করতে পারি।
প্রমোশন 5: Peggle গিভএ্যওয়ে!
ইএ এর অরিজিনস এ অন দ্যা হাউস অফারে অগাস্ট ৫ পর্যন্ত Peggle গেমটি ফ্রি পাওয়া যাচ্ছে।
Link: https://www.origin.com/en-in/store/free … -the-house.......
ডাউনলোড করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হল, প্রথমে রেজিস্ট্রেশন করা, এরপর 'অরিজিন' সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করা, আবার এতে লগিন করে এর মাধ্যমে Peggle গেমটি ডাউনলোড করা।
(যাক অবশেষে ডাউনলোড করা গেল)
Pinball আর Shootbuble এর কনসেপ্ট মিলিয়ে ভিন্ন এক আমেজের গেম (ব্যক্তিগত মত)।
প্রমোশন ৬: মাইক্রোসফট এর ৩০০টি বই ফ্রি ডাউনলোড!
যেভাবে পাবেনঃ
প্রথমে নিচের লিঙ্কে যান।
লিঙ্কঃ http://blogs.msdn.com/b/mssmallbiz/arch … d-sql.aspx
এরপর পছন্দের বইটি ডাউনলোড করুন। নো হাঙ্কিপাঙ্কি
বি.দ্রঃ অফারটি কতদিন থাকবে জানিনা। তবে বেশিদিন না থাকার-ই সম্ভাবনা বেশি!
এটা পার্মানেন্ট। ওই ব্লগটা থেকে অনেকদিন ধরেই টেকনিকাল ইবুক ডাউনলোড করছি। তবে ৩০০টা ছেড়েছে যে জানতাম না (বেশিরভাগই অবশ্য বইয়ের কাতারে পড়ে না - বড়জোর বুকলেট বলা যায়)
আপডেটের জন্য ধন্যবাদ।
একটি সফটওয়্যার প্রমোশন সাইট!
এই লিঙ্কে যান আর পছন্দের এক্টিভ গিভএ্যওয়ে সফটওয়্যার গুলো ডাউনলোড করুন। মেইল এড্রেস দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে।
ডাউনলোড করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হল, প্রথমে রেজিস্ট্রেশন করা, এরপর 'অরিজিন' সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করা, আবার এতে লগিন করে এর মাধ্যমে Peggle গেমটি ডাউনলোড করা।
(যাক অবশেষে ডাউনলোড করা গেল)Pinball আর Shootbuble এর কনসেপ্ট মিলিয়ে ভিন্ন এক আমেজের গেম (ব্যক্তিগত মত)।
কিছু করার নেই। আজকাল বেশীরভাগ গেইম পাবলিশারই এরকম নিজস্ব প্লাটফর্মের (EA এর Origin, Valve এর Steam, Aeria games এর Aeria Ignite) মাধ্যমে গেম পাবলিশ করে থাকে। অবশ্য ঝামেলাটুকু শুধু এই একবারই করতে হয়, তাই তেমন একটা ঝামেলা মনেহয়না আমার কাছে। শুধু আপডেট করতে হয়, এই এক জ্বালা।
তবে সুবিধা হল ফ্রি প্রোমোশনগুলোর সময় একবার নিজের একাউন্টে ট্যাগ করে নিলেই কাজ হয়ে যায়। আবার বড় ডাউনলোডের সময় শুধু ট্যাগ করে নিলেই হল, তারপর এক-দুই মাস বসে বসে নামানো যায়(Battlefield 3 ট্যাগ করে রাখা, ব্রডব্যান্ড নেবার পর নামাবো ) অথবা কারো থেকে ব্যাকআপ ফাইল নিয়ে ক্লায়েন্টে ঢুকে রিস্টোর করে দিলেই কাজ হয়ে যায় আর নামানো লাগে না।
এ টপিকটা কয়েকমাস আগে দিলে Battlefield 3 এর প্রোমোশনের খবরটাও দিতে পারতাম। অবশ্য পুরোনো গেম, এত দিনে সবারই মনেহয় খেলা হয়ে গিয়েছে।
প্রমোশন ৭: DxO Optics Pro 7 গিভএ্যওয়ে!
ফটোগ্রাফারদের জন্য দারুণ একটি সফটওয়্যার DxO Optics Pro। চাইলে আপনিও এটার লাইসেন্স ফ্রিতে পেতে পারেন ৩১শে জুলাই পর্যন্ত। এজন্য প্রথমে এই লিঙ্কে গিয়ে আপনার ইমেইল ও ক্যাপচা দিয়ে রেজিস্ট্রেশন করুন। লাইসেন্স আপনার মেইলে পৌছে যাবে। পরবর্তি পেইজে ডাইনলোড লিঙ্ক পাবেন। সেখান থেকে ডাউনলোড করে ইউজ করুন।
হ্যাপি ফটোগ্রাফিং!
প্রমোশন ৭: DxO Optics Pro 7 গিভএ্যওয়ে!
ফটোগ্রাফারদের জন্য দারুণ একটি সফটওয়্যার DxO Optics Pro। চাইলে আপনিও এটার লাইসেন্স ফ্রিতে পেতে পারেন ৩১শে জুলাই পর্যন্ত। এজন্য প্রথমে এই লিঙ্কে গিয়ে আপনার ইমেইল ও ক্যাপচা দিয়ে রেজিস্ট্রেশন করুন। লাইসেন্স আপনার মেইলে পৌছে যাবে। পরবর্তি পেইজে ডাইনলোড লিঙ্ক পাবেন। সেখান থেকে ডাউনলোড করে ইউজ করুন।
হ্যাপি ফটোগ্রাফিং!
ভাল সফটওয়্যার ধন্যবাদ
প্রমোশন ৮: Norton Antivirus 2014 ৬ মাসের লাইসেন্স কী সহ গিভএ্যওয়ে!
জাস্ট নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন
http://liveupdate.symantecliveupdate.co … /Setup.exe
সাময়িক সময়ের জন্য থ্রিডি মডেলিং সফটওয়্যার Daz 3D Pro ফ্রি দিচ্ছে ডাউনলোড করতে ক্লিকান
অরিজিনস এ এবারের ওন দ্যা হাউস অফারে ২৮ অক্টোবর পর্যন্ত Bejeweled® 3 গেমসটি ফ্রি দিচ্ছে। সময় নষ্ট করার জন্য বেশ ভাল একটা গেম।
লিংকু : https://www.origin.com/en-in/store/free … -the-house
Office 365 Education $0 at Microsoft
Microsoft is offering Office 365 Education for free to Students. Includes Word, Excel, PowerPoint, OneNote, Outlook, Publisher, and Access applications. Can be installed on up to 5 PCs or Macs or mobile devices.
bit defender সফটওয়্যার তা প্রতিবার আপডেট করতে এমবি কেমন লাগে ? আমি eset smart security ব্যবহার করি, এটা অনেক ভালো, মডেম কানেক্ট করলে অটো যখন আপডেট নেয় তখন এমবি খুব কম যায়, bit defender এ কেমন যাবে একটু যদি বলতেন? bit defender আর eset smart security কনটা ভালো আপনার মতে আর একটা প্রশ্ন bit defender এর সাইট এ যেয়ে ডাউনলোড করতে হবে তারপর তারা যে মেইল করবে ওই license তা বসালে এ ৬ মাস পাব তাইতো? আমি ধরেন মেইল এ license পেলাম তারপর এই license তা যদি দুই মাস পর ব্যবহার করার চেষ্টা করি তাহলে কাজে দিবে কি, নাকি এখনি ডাউনলোড করে এখনি activate করতে হবে ? আশা করি উত্তর পাব, ধন্যবাদ
অক্টোবারের ১৪ তারিখ পর্যন্ত অরিজিন্স এর অন দ্যা হাউস অফারে Dragon Age Origins গেমটি ফ্রি দিচ্ছে।
https://www.origin.com/en-in/store/free … -the-house
Edit :
অক্টোবার ১৭ এর দুপুর ১২টা পর্যন্ত steam এ Payday: The Heist গেমটি ফ্রি দেয়া হচ্ছে। বিস্তারিত : steamcommunity.com/games/218620/announcements/detail/220999919816458756
লিংক : store.steampowered.com/app/24240/
বিশ্বজুড়ে ছাত্র ও শিক্ষকদের জন্য অটোডেস্ক এর ডিজাইন সফটওয়্যার বিনামূল্যে দিচ্ছে। আপনি যদি একজন ছাত্র বা শিক্ষক হন আর বিনামূল্যে সফটওয়্যার পেতে চান তাহলে নিচের লিংকে চলে যান।
http://www.autodesk.com/education/home
হার্ডডিস্ক ইমেজ ব্যাকআপ এবং রিকভারির জন্য আমি ২০০৮ সাল থেকে প্যারাগন এর সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারের কল্যানে ২০০৮ সালের পর আমার ল্যাপিতে আর উইন্ডোজ সেটআপ (আপগ্রেডেশন ছাড়া) দেয়ার প্রয়োজন পড়েনি। আগে ক্র্যাকড ভার্শন ব্যবহার করলেও এখন প্যারাগন এর ফ্রি এডিশন গুলো ব্যবহার করি। ফ্রি এডিশন গুলোর ডাউনলোড লিংক হোম পেজে থাকেনা, একটু খুজে বের করতে হয়। লিংক গুলো হল :
Rescue Kit : http://www.paragon-software.com/home/rk … nload.html
Backup Recovery Free Edition : http://www.paragon-software.com/home/br-free/index.html
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » মেগা টপিকঃ সফটওয়্যার,গেমস,বুকস এন্ড টিউটোরিয়ালস প্রমোশনস+গিভএ্যওয়েস!
০.১০৩৯৪৬২০৮৯৫৩৮৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯১.৯২৮৫১৭৫৬২৬৫২ টি কোয়েরী চলেছে