টপিকঃ লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।
আসসালামু আলায়কুম । সবাইকে আবার ধন্যবাদ দিয়ে সুরু করছি । এটা আমার এই ফোরামে ২য় পোষ্ট । যখন থেকে এই ফোরামে আসলাম ভালই লাগে । অনেক অভিঞ্জ ভাই ই আছেন যারা অনেক সুন্দর করে উত্তর করেন । এখন আমি চাচ্ছি যে জানালা ব্যাবহার ছেড়ে কার্নেল লিনাক্সের কোন ভার্সন ব্যবহার করব । কিন্তু আমার মনে একদিক থেকে সাড়া দিচ্ছে না । আমার মনে অনেক প্রস্ন ঘুরছে । সেই গুলা কিছু থেকে কিছুই বুঝতে পারছি না । যেমন লিনাক্স মিন্ট এ কি উইনডোজের মত সফটওয়্যার ব্যাবহার করা যায় কি ? ব্যাবহার করলে লিনাক্সের কোন OS ব্যবহার করলে ভাল হবে ? ঐ OS টা শিখব কিভাবে ? এক কথায় আমি লিনাক্স সম্পর্কে খুব বেশি জানি না । কিন্তু লিনাক্স ব্যাবহার করতে চাচ্ছি । আর আমি চাচ্ছিলাম একসঙ্গে ২ টায় os (windows & linux mint) ব্যবহার করতে ।