nhosen2 লিখেছেন:খন আমি চাচ্ছি যে জানালা ব্যাবহার ছেড়ে কার্নেল লিনাক্সের কোন ভার্সন ব্যবহার করব ।
যাকগে , এই কার্নেল লিনাক্স নামে কোন জিনিশের নাম শুনিনি। লিনাক্স কার্নেলের নাম শুনেছি এবং ব্যবহারও করেছি। যাই হোক, প্রথমত সাধারন ব্যবহারকারী হিসাবে আপনাকে ওই "কার্নেল" নামক জিনিশটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আর সেই সাথে ওপেন সোর্স নিয়েও মাথা ঘামাতে হবে না।
যেহেতু আপনি উইন্ডোজ এনটি ভিত্তিক অপারেটিং সিস্টেম চালাচ্ছেন সেহেতু আপনি লিনাক্সমিন্ট এর মেট (32 / 64) ভার্শন ব্যবহার করতে পারেন। আর যদি উইন্ডোজ স্টাইল খুজেন তাহলে জরিন ট্রাই করতে পারেন।
আর উইন্ডোজ এপের অনেক বিকল্প লিনাক্সে আছে সেগুলো ট্রাই করতে পারেন। যদিও ১০০% আশা পুরন হবে না , তবে কাজ চালাতে পারবেন। আর যদি আপনি গ্রাফিক্সডিজাইন / ক্যাড / টালী টাইপের সফটওয়্যার ব্যবহার করেন (প্রফেশনাল) তবে আপনাকে হয় বিকল্প এপ ব্যবহার শিখতে হবে অথবা উইন্ডোজ / ম্যাক চালাতে হবে।
ওয়াইন কখোনোর উইন্ডোজ এর বিকপ্প হিসাবে ব্যবহার করা উচিত না, এটা অনেকটা ভার্চুয়াল এনভায়ারমেন্ট ক্রিয়েট করে কাজ করে।
@পলাশ ভাই,
উইন্ডোজ যে একেবারে পচা এটা কিন্তু ঠিক না। ব্যাপক পরিমান হার্ডওয়্যার আছে যেগুলো এই উইন্ডোজ ছাড়া চলে না।
MS অফিস এর অনেক বিকপ্ল আছে কিন্তু এর মত ভালো পার্ফর্মেন্সএর এপ আমি দেখিনাই
লিব্রে / ওপেন অফিসে পাওয়ার পয়েন্ট স্লাইড এনিমেশনে করলেই বুঝতে পারবেন)। যাই হোক অফ গেলাম।
এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।