টপিকঃ মেটালহেডদের টপিক
প্রজন্মফোরামে আমার মত আশা করি আরো অনেক মেটাল ভক্ত আছেন, তাদের জন্যই এই টপিকের অবতারনা করলাম।
মেটাল সংগীত নিয়ে আড্ডা হবে আশা করি। প্রথম পোস্ট আমিই শুরু করছি বাকেটহেডের পরিচিতি দিয়ে,
ব্রায়ান প্যাট্রিক ক্যারল মেটালজগতে বাকেটহেড নামে যিনি পরিচিত। দ্রুত গীটার বাজানোর অসাধারন প্রতিভা আর অদ্ভুতুড়ে সাজের কারনে বাকেটহেডকে সবসময়ই অন্যরকম এবং অসাধারন লাগে। মেটাল জনরা ছাড়াও জ্যাজ, ব্লুজ, রক ইত্যাদি অনেক কিছু নিয়েই এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি। ১৯৯৯ থেকে যুক্ত ছিলেন Guns & Roses এর সাথেও।
আমার পছন্দের কয়েকটি বাকেটহেডের ট্র্যাকের মধ্যে প্রথমেই মনে আসে Ghost Host, Soothsayer,Jordan,Inferno ইত্যাদি ট্র্যাকের কথা