টপিকঃ লিনাক্স মিন্ট ইনস্টিলেশন কেন্দ্রিক সমস্যা
আমি উইন্ডোজের পাশাপাশি লিনাক্স মিন্ট ইনস্টল দিতে চাচ্ছিলাম । এখন আমি কি একই পার্টিশনে লিনাক্স মিন্ট আর উইন্ডোজ দিব নাকি ভিন্য ভিন্য ড্রাইভ করব ?? আমি 8.1 এর পাশাপাশি এই মিন্ট ইউজ করতে চাচ্ছিলাম । আর আমার কাছে সিডি নাই । iso image আছে । এটা দিয়ে সরাসরি দেয়া যাবে কি ? আর দিলে ভাল হবে কি ? আর না সিডি বার্ন করায় ভাল হবে ? আমি ভয়ে আছি যদি আমার ডাটা সব হারিয়ে যায় ? তা একটু সাহায্য চাচ্ছিলাম ।