টপিকঃ একুশে টিভি ও এটিএন নিউজের অনৈতিক কর্মকান্ড
আমার ফ্রেন্ডের ইচ্ছা মিডিয়াতে কাজ করবে নিউজ প্রেজেন্টার বা অ্যাংকর হয়ে। দেখতে সে পুরা নায়ক। সে ইন্টারভিউ দিতে একুশে টিভিতে গেলো। বড় এক কর্তা ইন্টারভিউ নেয়ার সময় অনৈতিক প্রস্তাব দিলে সে সেটা রিফিউজ করে চলে আসে। তাকে বলে মিডিয়াতে কাজ করবা আর এগুলা করবা না এটা কি হয়? এভাবে সরাসরি বলায় থতমতো খেয়ে গেলো সে। ফিরে এসে আমাদের এই গল্প শুনালো। আমরা প্রথমে বিশ্বাস করি নাই। বলি, শালা তুই মিথ্যা বলছিস। বানিয়ে বানিয়ে কথা বলিশ কেনো? এগুলো আবার বলে নাকি? তখন আরেক পোলা কয়, দোস্ত, আমিও শুনছি মিডিয়ায় এসব হয়। তার এক পরিচিতকে নাকি এটিএন নিউজে এই ধরনের প্রস্তাব দিয়েছিলো। আমরা শুনে থ।
জানি না এসব সত্যি কিনা নাকি এরা বানিয়ে বলতেছে। আর বানিয়েই বা বলবে কেনো? আসলেই কি দেশের মিডিয়া এতটা পঁচে গেছে?