সর্বশেষ সম্পাদনা করেছেন onykhan95 (২১-০৮-২০১৪ ২১:৪৫)

টপিকঃ এত কম গ্রেড নিয়ে কি দেশের বাইরে ডাক্তারি পড়া সম্ভব?

আমার কাছের এক বন্ধ এবছর এইচএসসি দিয়েছে।
ওর স্বপ্ন ছিল মেডিকেল পড়বে। তাই
পুরো উদ্যমে রেটিনায় ক্লাস করছিল। রেজাল্ট বের
হবার পর যত বিপত্তি। 3.8 পেয়েছে সেটা প্রব্লেম
না, কিন্তু মেইন সাবজেক্ট বায়োলজী তেই 3
পেয়েছে। যার ফলে পাবলিকে সে এপ্লাই করার
যোগ্যতা হারিয়েছে। তার কনফিডেন্ট আছে সে এত
খারাপ করে নি, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে ও
লাভ হল না।আমার বন্ধুটি এখন হতাশায় ভুগছে।তার ফ্যামিলির ধারণা এই গ্রেড নিয়ে যেহেতু দেশে হয়নি, বিদেশে ও হবে না।তাকে এখনো ল' নিয়ে পড়ার জন্য লন্ডনে পাঠাবে।   বড় ভাইদের কাছে জানতে চাই তার এই
গ্রেড নিয়ে দেশের বাইরে ডাক্তারি পড়তে পারবে?
কোন দেশে সম্ভব?
প্লিজ জানাবেন।
ধন্যবাদ।

Re: এত কম গ্রেড নিয়ে কি দেশের বাইরে ডাক্তারি পড়া সম্ভব?

সম্ভব, টাকায় কিনা হয়, টাকা দিলে না পড়েও সার্টিফিকেট নেয়া যায় বলে শুনেছি

Re: এত কম গ্রেড নিয়ে কি দেশের বাইরে ডাক্তারি পড়া সম্ভব?

দেখুন ডাক্তার + ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশুনা খুবই গুরুত্বপূর্ণ, তাই তাকে এদিকে না যেতে অনুরোধ করুন। যিনি বায়োলজিতে ৩ পেয়ে ডাক্তার হতে চান তার জন্য আমার কোন শুভ কামনা নেই। কারন তার ডাক্তার হওয়ার কোন ইচ্ছে নেই আছে নামের সামনে ডাক্তার লাগানোর ইচ্ছে।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।