টপিকঃ সাইট এর জন্যে Aps(apk) বানাতে চাই ।
বাজেট খুব কম , কাজটার জন্যে খুশী হয়ে কিছু দেওয়া আর কি
যেমন বাজেট তেমন কাজ ।
আমার সাইটে মোবাইল থিম দেওয়া আছে শুধু আমি চাচ্ছি আলাদা একটা আপস থাকবে । বুঝাতে পারলাম কিনা জানিনা । তবে সোজা কথাই বলতে গেলে জাস্ট সাইট iframe এর মত করতে চাই ।আর কিছু না । তবে কয়েকটা জিনিস দরকার ।
১ আমার দেওয়া আপস আইকন ।
২ আমার ইচ্ছে মত লোডিং আইকন ।
৩ ইন্টারনেট না থাকলে একটা ম্যাসেজ শো করবে । (আমি যেটা দেখাতে চাই) ।
৪Auto rotate পেজ হবে । যাতে মোবাইল rotate করলেও পেজ ঠি থাকে ।
এই তো------
এখুন আপনারা হয়তো বলবেন এটাতো নেট এর অনলাইন এর অনেক টুল আছে সেখান থেকে করে নেওয়া যায় ফ্রী তে , হ্যাঁ আমিও জানি অনেক সাইট আছে যেখানে এক ক্লিক করে সাইট এর লিংক দিয়েই এই ধরনের আপস তৈরি করা যাবে ।
কিন্তু আমার ইচ্ছে মত কিছুই অ্যাড করা যাবে না সেখানে।
কেউ করে দিতে চাইলে বার্তা দিয়েন সাথে কত কি লাগবে ।