টপিকঃ নতুন বিবিকোড
ফোরামে যুক্ত হল ফ্লাশ এবং ইস্নিপস বিবিকোড। ফ্লাশ বিবিকোড ব্যবহার করে যে কোন ফ্লাশ ফাইল ফোরামে শেয়ার করা যাবে এবং তা সরাসরি ফোরামে দেখা যাবে। আর ইস্নিপস ব্যবহার করে ঐ সাইটের গান সরাসরি ফোরামে শেয়ার করা যাবে।
ফরমেট:
[noparse][flash]file_path[/flash][/noparse]
[flash]http://flashgamz.info/swf/copter.swf[/flash]
Esnips এর টাও একই রকম ফরমেট:
[noparse][esnips]http://www.esnips.com//nsdoc/5b242df6-8 … heName=HUM TERE SHAHAR.mp3[/esnips][/noparse]
শানে নুযুল:
একটা প্রিয় গেম খেলছিলাম। হঠাৎ মনে হল ফোরামে শেয়ার করি। তখন দেখি যে ফোরামে সেই সুবিধা নেই। তাই ভাবলাম যুক্ত করা উচিত।
এছাড়াও বিবি কোডে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। URL, Img, Mp3, Flash,Esnips এই ৫টি বিবিকোডে ক্লিক করলে একটা প্রম্পট আসবে। সেখানে ভ্যালুটা বসিয়ে দিলেই স্বয়ংক্রিয়বাবে বিবিকোড যুক্ত হয়ে যাবে। যেমন: Img বিবিকোডে ক্লিক করলে নিচের মত উইন্ডো আসবে। সেখানে ইমেজের পাথ (http://forum.projanmo.com/uploads/2008/06/3_bbcode.jpg) বসিয়ে দিলে নিচের মত কোড আসবে
[noparse][/noparse]
যা প্রকৃতপক্ষে নিচের মত দেখা যাবে:
বরাবরের মত Ctrl + F5 কি দুইটি প্রেস করুন। অন্যথায় আগের জাভাস্ক্রিপ্ট ফাইলটিই আপনার ব্রাউজারের ক্যাশে থেকে যেতে পারে।
আশা করি আপনাদের সবার ভাল লাগবে। ধন্যবাদ সবাইকে।
what to do?