টপিকঃ HP Paviloon g6 bluetooth not working in windows 8

আমার ল্যাপটপে ব্লু টুথ উইন্ডোজ ৮ দেওয়ার পর আর কাজ করছে না।ড্রাইভার ইন্সটল দিতে গেলে ''bluetooth hardware must be switched on to run this setup package'' এই লেখা আসে।

এই সমস্যার সমাধান চাই please...।

Re: HP Paviloon g6 bluetooth not working in windows 8

ইহা বলিতে চাইতেছে আপনার ল্যাপীর ব্লুটুথ তো হার্ডওয়্যার সুইচ দিয়ে নিয়ন্ত্রিত তাই দয়া করে সুইচটা অন করে দিতে।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।