টপিকঃ হোমিওপ্যাথী দিয়ে ইবোলা চিকিৎসা!
ইট্টু খাড়ান! আগে কইষ্যা হাইস্যা লই....
এক হো-হো-হো-হো-হো-মিওপ্যাথীস্ট নাকি ব্র্যাণ্ডী-হুইস্কী ব্র্যাণ্ডী দিয়া ইবোলা কিউর বানাইছে!!!
উপকরণঃ
"ইবোলা স্যাম্পল"?
হুইস্কী, ব্র্যাণ্ডী বা রাম?
রেসিপিঃ
সহজ বাংলায় হো-হো-হো-মিওপ্যাথীক ১০০% শিউর (বিফলে হুইস্কী ফেরত) ইবোলা কিউর ছিকিচ্ছা ফইদ্ধতিঃ
পানিভর্তি বোতলের মধ্যে "ইবোলা স্যাম্পল" লইতে হইবে। ইবোলা স্যাম্পল মানে হইলো গিয়াঃ রুগীর লালা, রক্ত যাহা আপনি মোড়ের ফার্মেসীর দোকান হইতে কেনা গ্লাভস ও মুখোশ পরিয়া সংগ্রহ করিবেন। এ্যায়ালোপেয়াথীর ছুটুলুকদের মত ইস্পেস-ছ্যুট না পরিলেও ছলিবে; কেননা হো-হো-হোমিওপ্যাথী সেবকগণের উপর হা-হা-হা-হানিম্যান হুজুরের নেক আশীর্বাদ আছে।
অতঃপর পর বোতলখানা অনধিক ৪০ বার শক্ত বস্তুর (যেমন পুস্তক) সাথে বাইড়াইতে হইবে - সাবধানঃ ইবোলা ফুটাইতে গিয়া বোতল ফুটাই ফেলিলে নিজেই ফুটিয়া যাইবেন (অবশ্য রুগীর থুতু, রক্ত কালেক্ট করিবার পরেও যদি অ-ফুটিত থাকেন আরকি)
বটলা পিটানীর পরে ইবোলা জ্যুস-টুকু যত্ন করিয়া (বেসিনে) ঢালিয়া দেন (যেন পুরা শহরের সকলে সংক্রমিত হইয়া সুচিকিচ্ছার নিমিত্তে হো-হো-হোমিও ক্লিনিকে আসিয়া দলে দলে ভীড় জমায়)।
খালি বোতলে আবার ফানি ভরেন।
তাহারপর বেচারা বোটলারে আরো ৩০ বার রাম পিডানী দ্যান!
সবশেষে (বোতল-বাবাজী অক্ষত থাকিলে) ছিপি খুলিয়া রূহ-আফযা মনে করিয়া চনমনে ইবোলা শেইক ঢকঢক করিয়া পান করিয়া ফেলুন... আআহহহ!!!!
ব্যস! হা-হা-হা-নীমান সাহেবের দোয়ায় ও হো-হো-হো-মিওপ্যাথীর ছোঁয়ায় আপনি ১০১% ইবোলা প্রুফ!
(হুইস্কী/রাম/ব্র্যাণ্ডী দিয়া কি করিবো তাহা তো বলিলো না )
নিউজটা সারা ওয়েব জুড়ে বেদম হাসির পাত্রে পরিণত হবার পরে ওয়েবসাইটটা লজ্জা পেয়ে নিজেরাই আর্টিকলটা হাপিস করে ফেলেছেঃ "Treating Ebola with Homeopathy”
আবার নিজেদের সীমাহীন স্টুপিডিটি ঢাকার জন্য গ্ল্যাক্সো-কে "ক্রিমিনাল ড্রাগ কোম্পানী" ডেকে দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে (ওই পেইজের নীচের দিকের লিংকটি দ্রষ্টব্য) সিরিয়াসলী!?!?